0
পত্রিকা প্রতিনিধি: আবার এক করোনা আক্রান্তের নাম যোগ হল দাঁতন ২ ব্লকে।বেলদা থানার অন্তর্গত আরেক করোনা আক্রান্তের হদিশ।করোনা পজিটিভ মহিলার দিল্লি যোগ বলে সুত্রের খবর।জানা গিয়েছে সোমবার দাঁতন ২ ব্লকের পোরলদা পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিক মহিলার দেহে ভাইরাসের হদিশ পাওয়া গেছে।সুত্রের খবর, তিরিশ বছর বয়সী মহিলা গত ১৮ জুন দিল্লি থেকে এলাকায় ফেরে এক পরিবার। স্থানীয় একটি স্কুলে ছিলেন তারা। গত ২৬জুন খণ্ডরুই হাসপাতালে মহিলার স্বামী ও চার বছরের সন্তানের নমুনা নেওয়া হয়। সোমবার মহিলার পজিটিভ রিপোর্ট আসে। এদিন মহিলাকে চিকিৎসার জন্য শালবনী করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। মহিলার করোনার কোনও উপসর্গ নেই। তাদেরও ফের নমুনা নেওয়া হবে বলে সুত্র মারফত জানা গেছে।