প্রত্রিকা প্রতিনিধিঃ দ্রুত গতির লরির ধাক্কায় মৃত্যু হল মেহমুদ খাঁন (৪৫) নামের এক সাইকেল আরোহীর। শুক্রবার ঘটনাটি ঘটছে দিঘা – নন্দকুমার জাতীয় সড়কের বালিসাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত সাইকেল আরোহীর বাড়ি রামনগর থানার বড়রাঙ্ককুয়া গ্রামে। তবে সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র করে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দিঘা থেকে কাঁথির দিকে একটি লরির যাচ্ছিল।
তখনই ওই সাইকেল আরোহীকে চাপিয়ে দেয় লরিটি। এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর। এরপর উত্তেজিত উত্তেজিত জনতা রাজ্য সড়কের রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাতে থাকেন। তবে এই অবরোধের জেরে রাস্তার উপর আটকে পড়ে একাধিক যাত্রীবাহী বাস ও একাধিক পর্যটকের গাড়িও। ফলে ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী।এরপর তারা অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ।এরপর যানচলাচল স্বাভাবিক হয়। পাশাপশি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এবিষয়ে রামনগর থানার ওসি সৌরভ চিন্না বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকায় বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ পাশাপশি যানচলাচল স্বাভাবিক করা হয়৷ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।পাশাপশি ঘাতক ডাম্পারটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’’