2
পত্রিকা প্রতিনিধি : ‘উমপুন’ ঘূর্ণিঝড়ের তান্ডব হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। লকডাউন এর জেরে মানুষ গৃহবন্দী । ঝড়ের বিধ্বস্ত ঘরগুলি রিপিয়ারিং করার কাজ চলছে। তারই মধ্যে ঘটে গেল বড় দুর্ঘটনা।কাজ করতে গিয়ে ১১০০০ ভোল্টেজের তারে হাত লেগে মৃত একজন আহত একজন।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের তালতলায়।
স্থানীয় সূত্রে জানা জানা যায় তালতলায় রোডের সাইডে এক দোকানের ছাদ ঢালাই করছিল বেশ কয়েকজন শ্রমিক। ছাদের উপর দিয়ে গেছে এগারো হাজার ভোল্টের লাইন।অসাবধন বসত সেখ মালেক লাইনে আটকে যায় এবং পাশে দাড়িয় থাকা আর এক শ্রমিক নিতাই দাস ও আহত হয়।দুই জনকে স্থানীয় মহিষাদল গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখ মালেক কে মৃত বলে ঘোষনা করা হয়।গুরুতর আহত নিতাই দাসকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা জানা যায় তালতলায় রোডের সাইডে এক দোকানের ছাদ ঢালাই করছিল বেশ কয়েকজন শ্রমিক। ছাদের উপর দিয়ে গেছে এগারো হাজার ভোল্টের লাইন।অসাবধন বসত সেখ মালেক লাইনে আটকে যায় এবং পাশে দাড়িয় থাকা আর এক শ্রমিক নিতাই দাস ও আহত হয়।দুই জনকে স্থানীয় মহিষাদল গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখ মালেক কে মৃত বলে ঘোষনা করা হয়।গুরুতর আহত নিতাই দাসকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকার শোকের ছায়া নেমে এসেছে।