CPM re-occupies party office
আরও পড়ুন ঃ-কাঁথির ভাজাচাউলিতে বিজেপির দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ বিজেপি কর্মী
পত্রিকা প্রতিনিধি: শিল্প শহর হলদিয়া সিপিআইএম এর উদ্যোগে দিল্লির কৃষক আন্দোলনের সংহতি জানিয়ে কেন্দ্র সরকারের জণবিরোধী নীতির প্রতিবাদে হলদিয়া পৌরসভায় এলাকা মিছিল সংঘটিত হয়। এই পদযাত্রা ২৪ নম্বর ওয়ার্ডের পীতাম্বরচক মোড় থেকে শুরু হয় l শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেনসিপিআই( এম) পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক ও অচিন্ত্য শাসমল । পার্টির রক্ত খচিত লাল পতাকা নাড়িয়ে পদযাত্রার শুভ সূচনা করেন ।
বিশিষ্ট চিকিৎসক ডা: অরুণ কুমার মিত্র । হলদিয়া পৌরসভার ২৪,২৩,২২,২১,১৯,২০ নম্বর ওয়ার্ড মোট ৬ টি ওয়াড এবং ২৬ টি বুথের উপর দিয়ে প্রায় ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে হলদিয়া বনবিষ্ণুপুর সানসেট ভিউ পয়েন্টে এসে শেষ হয় । বাজনা সহকারে সুসজ্জিত পদযাত্রায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । এই পদযাত্রায় হলদিয়ার অধিকাংশ শ্রমিকরাও পা মিলিয়েছেন । মিছিল চলার পথে তৃণমূলের গায়ের জোরে দখলীকৃত আমাদের দুটো পার্টি অফিসেও লাল ঝান্ডা দিয়ে সুসজ্জিত করা হয় । পাড়ার মধ্য দিয়ে মিছিলে যখন সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল এগোচ্ছেন তখন রাস্তার দুই দিকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল দেখার মতো ।এই পদযাত্রায় অংশগ্রহণকারী দের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন সিপিআই (এম) পার্টি জেলা সম্পাদক নিরঞ্জন সিহি । এছাড়াও এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্যা পূর্বাশা সামন্ত, হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক প্রণব সামন্ত সহ প্রমূখ নেতৃত্ব গন l
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
CPM re-occupies party office
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore