পত্রিকা প্রতিনিধিঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েকদিনের টানা বৃষ্টির জেরে রাতে অন্ধকারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল। আর সেই মাটির দেওয়ালের নীচ থেকে উদ্ধার হলবৃদ্ধ দম্পতি (Panchanan Mondal) পঞ্চানন মন্ডল (৭৩) ও তাঁর স্ত্রী লালীবালা মন্ডলের (lalibala Mondal) (৬৫) মৃতদেহ। যদিও এই ঘটনায় আহত তার প্রতিবন্ধী ছেলের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) খেজুরি (khejuri) থানার রামচক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রি প্রায় ১০টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্চাননবাবুর মাটির বাড়িটি। ঠিক সেই সময় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ছিলেন ওই দম্পতি। আর এই ঘটনা জানতে পেরেই প্রতিবেশীরা ছুটে এসে মাটির চালাগুলো সরিয়ে দেখেন বৃদ্ধ দম্পতির মৃতদেহ মাটি চাপা অবস্থায় পড়ে রয়েছে। তবে তাদের প্রতিবন্ধী ছেলেটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তবে এই ঘটনার খবর পেয়ে খেজুরি পুলিশ (khejuri Police) ঘটনাস্থলে এসে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে।