Corona patient death
আরও পড়ুন ঃ–মেদিনীপুরে চিকিৎসা করাতে এসে প্রতারণার অভিযোগ বাংলাদেশের নাগরিকের
আরও পড়ুন ঃ–ঊর্ধ্বমুখী সংক্রমণ! সব রেকর্ড ভেঙে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক দিনেই আক্রান্ত ৩৯০
পত্রিকা প্রতিনিধিঃ করোণায় আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা এলাকায়।
জানা গিয়েছে, ওই ব্যক্তি কর্মসূত্রে গুজরাটে থাকতেন ।তবে গত ৮ ই এপ্রিল বাড়ি ফেরেন তিনি। এরপর গত ১৭ ই এপ্রিল তার কোভিড টেস্ট করানো হয়। এরপর মঙ্গলবার তার করোনা পজেটিভ ধরা পড়ে। আর তারপর ওই ব্যক্তির ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে কোভিড পজিটিভের খবর স্বাস্থ্য দপ্তরে জানানো হয় কিন্তু স্বাস্থ্য দপ্তর কোনোরুপ ব্যবস্থা নেওয়ার আগেই গতকাল রাত দশটা নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। আর এই ঘটনার পর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেন এলাকাবাসীরা।
এলাকাবাসীদের অভিযোগ, ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অক্সিজেনের জন্য ব্লক আধিকারিককে জানিও কোন সহযোগিতা পাওয়া যায়নি । পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকায় স্যানিটাইজার করার জন্য উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করেননি তারা । তাছাড়া গতকাল রাত থেকে অজ সকাল পর্যন্ত বাড়িতেই আটকে রয়েছিল ওই ব্যক্তির মৃতদেহ। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ কোলাঘাট ব্লক জুড়ে। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শিব শংকর খাঁ বলেন, গতকাল রাত ৯ টা নাগাদ তাঁরা খবরটা পান এবং সেই মত জেলা স্বাস্থ্য দফতরেও জানানো হয়। তবে কোনোরূপ ব্যবস্থা নেওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তি তিনি আরও জানিয়েছেন ওই ব্যক্তি কো-মরবিডিটি এবং হার্টের পেশেন্ট ছিলেন। একাধিক সমস্যা থাকায় মৃত্যু হয় ওই ব্যক্তির তবে দ্রুত স্থানীয় কোনো হাসপাতালে ভর্তি করা গেলে এরূপ ঘটনা হয়তো ঘটতো না।তবে কোলাঘাটের মতো জায়গায় দ্রুত লকডাউনের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক কারন জেলার সবচেয়ে বেশি করনা পজিটিভ এলাকা কোলাঘাট। তবে করোনার মোকাবিলায় কোলাঘাটের মতো ডেঞ্জার জোন এরিয়ায় এখনই শক্ত হাতে মোকাবিলার সিদ্ধান্ত না নিলে এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে হতে পারে কোলাঘাটবাসীকে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Corona patient death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore