Newlyweds’ swab test at Corona Camp
আরও পড়ুন ঃ-হলদিয়া ফ্লাইওভার চালু হওয়ার আগেই দুর্ঘটনায় মৃত ১
পত্রিকা প্রতিনিধি: করোনাভাইরাস এর জন্য সারা দেশ যখন আতঙ্কিত! কেন্দ্র এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন তারপরে আনলোকের পরেই অফিস-আদালত যানবাহন চালু হয়েছে। যারা প্রথম সারির কোভিড যোদ্ধা হিসেবে চিহ্নিত পুলিশ, ডাক্তার, নার্স এবং গ্রামবাংলায় আশা কর্মী, মহিষাদল হাসপাতালে স্বাস্থ্য কর্মী বৃন্দ ।
তারা প্রমাণ দিল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল হাসপাতাল স্বাস্থ্যকর্মীরা সরবেড়িয়া বাসুদেবপুর গ্রামে শীতলা মন্দিরে প্রাঙ্গণে কোভিড ১৯ একটি ক্যাম্প করেন। আশা ফ্যাসিলেটর বিথী চক্রবর্তী বলেন আজ মহিষাদল এলাকায় ক্যাম্প চলাকালীন এলাকার মানুষজন নববধূর আগমনে স্থানীয় মন্দিরের প্রণাম করতে আনেন।
গ্রাম বাসীদের অনুরোধ এই নব দম্পতি কভিড ১৯ সোয়াব পরীক্ষা করলেন। এই এলাকার মানুষ সহ নবদম্পতি কভিড টেস্ট সম্পন্ন করল। এবং তাদেরকে আশীর্বাদ করল ওই এলাকার স্বাস্থ্য কর্মীরা। আবারো প্রমাণ দিল যখন সারাদেশ আতঙ্কে জর্জরিত। এখন ও সামনের সারিতে স্বাস্থ্যকর্মীরা তাদের নিজেদের জীবনকে বিপন্ন করে কভিড ১৯ জয় করার জন্য নিজেরা যেমন সামনের সারিতে থাকেন। এলাকার মানুষকে সাহস দিয়ে কোভিডে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Newlyweds’ swab test at Corona Camp
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore