পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্ব্য দফতরের বুধবারের (৯ সেপ্টেম্বর) অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৭৪ জনের (আর.টি.পি.সি.আর-৫১ ও অ্যন্টিজেন-১২৩) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মেদিনীপুর শহর ও শহরতলির রয়েছেন ৩০ জন। Midnapur corona, Midnapur Corona, Biplabi Sabyasachi News, Latest Bengali news, Bengal news
আর.টি.পি.আর পরীক্ষার রিপোর্টে মোট ৫ জন মেদিনীপুর শহরে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। কোতোয়ালীর অধীনে সাহাভড়ংবাজারে এক মহিলা (৫২) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরের বল্লভপুর এলাকায় এক বৃদ্ধের (৬৪) শরীরে করোনার সংক্রমণ । মেদিনীপুরের স্টেশন রোড সংলগ্ন মিত্র কম্পাউন্ড এলাকা্য এক মহিলার (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন । এছাড়াও শহরের ক্ষুদিরামনগরে এক কিশোর (৭) সহ শহরতলির বাড়ুয়ায় ১ জন বৃদ্ধা (৬৬) করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ
অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্টে মেদিনীপুরে মোট ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহরের বল্লভপুরে এক মাঝ বয়স্ক ব্যক্তি (৩৩) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। পুলিশ লাইনে করোনা যুদ্ধের প্রথম সারির করোনা যোদ্ধা তথা এক পুলিশকর্মীর (৩১) করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁতিগেড়িয়া এলাকায় ৪০ বছর বয়সী ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। কোতোয়ালীর অধীনে বিদ্যাসাগরপল্লীতে এক যুবক (২৫) এর শরীরে করোনার সংক্রমণ ঘটে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও এক যুবক (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্টে। জগন্নাথমন্দির সংলগ্ন পাহাড়ীপুর এলাকায় এক যুবকের (৩২) কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ক্ষুদিরামনগরের এক বৃদ্ধা (৬৮) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। মির্জাবাজার এলাকায় এক যুবতী (২৬) সহ এক প্রৌঢ়ের (৫৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনেও এক কর্মী (প্রৌঢ়-৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। বটতলাচক সংলগ্ন এলাকায় এক যুবকের (২৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও কুইকোটার ১ জন (যুবতী-২৫), মির্জাবাজারে ৩ জন(প্রৌঢ়-৫৫, প্রৌঢ়া-৫০, যুবক-৩২) , শহরতলির গুড়গুড়িপালের চাঁদড়ার দেপাড়া এলাকার ১ জন(ব্যক্তি-৩৫), ইল্লাবনীর গাইপাতিয়া এলাকার ১জন (বৃদ্ধ-৫০) ও গুড়গুড়ি থানার অধীনে ১ জন সহ মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi