Home » মেদিনীপুর শহরে করোনা আক্রান্তের সংখ্যা কমে ৭, পশ্চিম মেদিনীপুরে ১৫৪ জন

মেদিনীপুর শহরে করোনা আক্রান্তের সংখ্যা কমে ৭, পশ্চিম মেদিনীপুরে ১৫৪ জন

by Biplabi Sabyasachi
1 comment

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট ( অ্যন্টিজৈ ও আর.টি.পি.সি.আর)অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৪ জন । মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন। Medinipur Corona, Medinipur Corona

মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার (৫৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১ জনের (যুবতী-২৩) শরীরে করোনার সংক্রমণ ঘটে। বার্জটাউন এলাকায় এক বৃদ্ধাও (৫৬) সংক্রমিত হয়েছেন। মিত্র কম্পাউন্ড (ব্যক্তি-৩৮) ও নজরগঞ্জেও এক বৃদ্ধের (৫৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ১৬ সেপ্টেম্বরের অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্টে সিপাইবাজার (পুরুষ-৪৯) ও ছোটোবাজার (পুরুষ-৪৮) এলাকায় ২ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে।

আরও পড়ুন- যুবতীকে কু-প্রস্তাব, প্রতিবাদ করলে উল্টে মারধর যুবতী সহ পরিবারের লোকজনদের


অপরদিকে জেলায় উর্দ্ধমুখী করোনার গ্রাফ। একদিনেই আক্রান্ত ১৫৪ জন। শালবনী থানার অধীনে পিড়াকাটা পুলিশ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক-ইনচার্জ (৪০)ও সেকেন্ড অফিসার (৪৭) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে তাঁরা দুজনেই স্বল্প উপসর্গহীন বলে জানা যায়। পুলিশ সূত্রের খবর গত কয়েকদিন ধরেই ওই দুই পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিকদের শরীরব জ্বর, গা-হাত-পা ব্যাথার উপসর্গ দেখা দিয়েছিল। সাতবাঁকুড়ার দুর্লভগঞ্জ এলাকায় এক মাঝবয়স্ক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে।সবংয়ের বেঁউচা ও বাসুলিয়া (শ্যামসুন্দরপুর) এলাকার ২ জন সহ পিংলার জলচকে ১ জন সংক্রমিত হয়েছেন।ঘাটালের রাধাবল্লভপুর (প্রসাদচক),ঘাটাল পুরসভার ১৩ নং ওয়ার্ডের কোন্নগর,১৭ নং ওয়ার্ডের কুশপাতা ও গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকায় ৬ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। এছাড়াও সোয়লা (দাসপুর, সাহাচক), খঞ্জপুর,জয়কৃষ্ণপুর এলাকায় ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডেবরায় ৪ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। তাঁরা চকফাতেফুল্লা ,মানখন্ড,গোলগ্রাম, বিজু (গোলগ্রাম ৮ নং) এলাকার বাসিন্দা বলে জানা যায়।দাঁতনে একসঙ্গে ১৭ জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। চকইসমাইলপুরে একই পরিবারের ৩ জন, সুন্দরপুর (১জন), কৃষ্ণপুর (১জন), আঙ্গুয়া-গড়গোড়িয়া(১জন), ভবানীপুরের একই পরিবারের ২জন,তারারুই (৩জন), মোহনপুর-সিজু্য়া (১জন), চকইসমাইলপুর, মনোহরপুর (৪ জন), পাঁচখনিয়া (২জন),দামোদরপুর ২ ও আলিকশার ১ জন সহ মোট ২২ জন আক্রান্ত হয়েছেন।মেদিনীপুর শহরের পরেই স্হান নিল বেলদালবুধবারের রিপোর্ট অনুযায়ী পারিবারিক আক্রান্তের সংখ্যা বেড়েছে বেলদায়। ছোটমাতকাতপুরের একই পরিবারের ২ জন, মহম্মদপুরে একই পরিবারের ৪জন ও শুশিন্ডা, বিনোদপুর, পোরোলদা ও পিপুড়সাই সহ মান্যা এলাকায় ১৩ জন করোনা আক্রান্তের হদিশ মেলে।দাসপুরে ১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী। তাঁরা গোচ্ছতি, ডিহি রামনগর, মাগুরিয়া, গৌরা, ভুটা, জ্যোতঘনশ্যামের(একই পরিবারের ৬ জন) বাসিন্দা বলে জানা যায়। মোহনপুরের ভাটিয়া(একই পরিবারের ৪ জন),দাঁতুনিয়া, নয়াগ্রাম, বড়বেলি, কুমুরদা,ঝাটিয়া , চৈতা, কুসুমডা সহ বিভিন্ন এলাকায় একসঙ্গে ১৭ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। চন্দ্রকোণায় ৭ জন সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। তাঁরা ক্ষীরপাই, যাদবনগর, গোপালপুর, বেলগেড়িয়া, ভালুককুন্ডু ও কিয়াগেড়িয়ার বাসিন্দা বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতরের তরফে। এছাড়াও কেশপুর, গড়বেতা ও খড়্গপুর (২৪ জন) করোনা আক্রান্তের হদিশ মেলে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

1 comment

রাজন‍‍ৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, মৃত এক ১৪ বছরের কিশোর সহ ২জন। Keshpur September 18, 2020 - 12:26 am

[…] আরো পড়ুন- মেদিনীপুর শহরে করোনা আক্রান্তের সংখ্… […]

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.