Home » মেদিনীপুরের ৪২ জন সহ রেলশহর ও IIT খড়্গপুরের ৫ সহ করোনায় আক্রান্ত ৯২, মৃত্যু ৩ জনের, জেলায় লাগামহীন সংক্রমণ, আক্রান্ত ২০৯

মেদিনীপুরের ৪২ জন সহ রেলশহর ও IIT খড়্গপুরের ৫ সহ করোনায় আক্রান্ত ৯২, মৃত্যু ৩ জনের, জেলায় লাগামহীন সংক্রমণ, আক্রান্ত ২০৯

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের (আর.টি.পি.সি.আর.-১৫৬জন, অ্যন্টিজেন-৪৮ জন ও ট্রুনেট- ৫ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০৯ জন। ২৮ সেপ্টেম্বরের রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট এখনো পর্যন্ত চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৩২৭ জন (মোট ৯৬০৪ জন)। এযাবৎ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫১জনের। ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জন। Corona, Corona, coronavirus in midnapore, biplabi sabyasachi news,
মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।মেদিনীপুর শহরের বার্জটাউন (পুরুষ-৩৯), হাতারমাঠ(মহিলা-৩৬), বল্লভপুর(যুবক-৩৩),স্টেশন রোড সংল্গ মিত্র কম্পাউন্ড (একই পরিবারের ৩ জন), শরৎপল্লী (পুরুষ-৩৬, বৃদ্ধ-৭০),কামারআড়া(যুবক-২৫, যুবতী-২১),রাঙামাটি (বৃদ্ধা-৭৮), বার্জটাউন (যুবক-২৮), অশোকনগর (প্রৌঢ়-৫৬), ভোলাময়রার চক(একই পরিবারের ২জন), পুলিশলাইন (মহিলা-৩১),কর্নেলগোলা(পু্রুষ-৪৮), চিড়িমারসই(একই পরিবারের ২ জন), কুইকোটা(পুরুষ-৪২),কালগাং সংলগ্ন মালিয়াড়া এলাকায় (পুরুষ-৪৮),সারদাপল্লী (বৃদ্ধ-৬২),বড়বাজার (পুরুষ-৩৮), লাইব্রেরী রোড সংলগ্ন এলাকা (মহিলা-৪৫, যুবতী-১৬,পুরুষ-৪৭),রবীন্দ্রনগর(মহিলা-৩৭),বরিশাল কলোনী(পুরুষ-৪৯), নজরগঞ্জ -সুকান্তপল্লী (বৃদ্ধা-৬৮) সহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক প্রথম শ্রেণির করোনা যোদ্ধার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। অপরদিকে কোতোয়ালীর অধীনে মেদিনীপুর সদর এলাকায় (ঝরিয়া, জামকুন্ডা, পলাশবনী) ৪ জনের শরীরে সংক্রমণ ঘটে।

ফাইল চিত্র

আরও পড়ুন- অস্ত্র আইন ও শ্লীলতাহানির অভিযোগে মেদিনীপুর শহরে গ্রেফতার তৃণমূলের যুব নেতা

রেলশহর খড়্গপুর ও শহরতলিতে ফের লাগামহীন সংক্রমণ, একদিনেই আক্রান্ত ৫০ জন। আই.আই.টি খড়্গপুর ক্যাম্পাসের ৩জন (বৃদ্ধ-৫৭, মহিলা-৪৬, বৃদ্ধা-৭২) সহ সি.আর নগরের মোট ৫ জন আক্রান্ত হয়েছেন। রেলের ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়।তাঁরা বড় আয়মা, সাউথ সাইড, নিউ সেটেলমেন্ট ,নিমপুরা, খরিদা কুমোরপাড়া,গোপালপুর, সুকান্তপল্লী (মালঞ্চ), গোপালনগর (ঝাপেটাপুর) এলাকার বাসিন্দা বলে জানা যায়। ১৪ নম্বর ওয়ার্ডের মালঞ্চায় (একই পরিবারের ২ জন), ১০ নম্বর ওয়ার্ড (একই পরিবারের ২ জন), পুরাতনবাজার (একই পরিবারের ২ জন), নিমপুর‍া, সোনামুখী (মীরপুর), খরিদা,সঞ্জল, কৌশল্যা (একই পরিবারের ৩ জন), বড় আয়মা, দেওয়ানমারা, গেটবাজার(নেপালীবস্তি),প্রেমবাজার, শালিকা (হরিয়াতাড়া), সুভাষপল্লী সহ খড়্গপুর লোকালের গোকুলপুর এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ জন। যদিও চিন্তার কোনো কারণ নেই এদের মধ্যে বেশীরভাগই উপসর্গহীন।

পশ্চিম মেদিনীপুর জেলায় রেকর্ড সংখ্যক সংক্রমণের হদিশ মেলে। একদিনেই আক্রান্তের সংখ্যা ২০৯ । ডেবরার ভোগপুর (ডুঁয়া-১০/২) এলাকায় একই পরিবারের ৬ জন, বড়গড় ও বালিচকে মোট ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাঁতনে ১১ জন আক্রান্ত হয়েছেন ।তাঁরা চকইসমাইলপুর, আলিকশা, ভবানীপুর, চকজয়রাম, ললিতাপুর, আঙ্গুয়া, মোহনপুর সহ শালিকোঠা এলাকায় একই পরিবারের ৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।দাসপুরের কিসমতকলোরা, খঞ্জপুর, চক চাইপাট ও ঘাটালের গম্ভীরনগর, শ্রীপুর, মারিচ্যা,বীরসিংহ ও ঘাটাল থানার ১ জন সহ মোট ১০ জন আক্রান্ত হয়েছেন। গড়বেতায় একসঙ্গে ৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। মংলাপুর, ধাদিকা সহ গড়বেতার লাপুিরয়া এলাকায় একই পরিবারের ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।চন্দ্রকোণার গোপালপুর, ক্ষীরপাইয়ের ১০ নম্বর ওয়ার্ড (একই পরিবারের ২ জন) সহ ৩ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.