পত্রিকা প্রতিনিধি: ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে এক বেলদার এক ব্যক্তির।নারায়ণগড় ব্লকের এই আক্রান্তের মৃত্যু নিয়ে সংখ্যা দাঁড়াল চারে।জানা গিয়েছে সোমবার শারীরিক অসুস্থতা নিয়ে বেলদা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে নিয়ে যায় পরিবারের লোকজন।সেখানে ভর্তির আগে অ্যান্টিজেন টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে।অসুস্থ ওই ব্যক্তিকে ঘরে আনার পর মৃত্যু হয়।মৃতের নাম তপন রানা(৩৪)।বাড়ি বেলদা থানার বড়মাতকতপুর এলাকার।পরিবার সুত্রে জানা গিয়েছে বছর দুয়েক আগে জন্ডিস হয় ওই ব্যক্তির।পরে তা সুস্থ হয়ে গেলে বেশ কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।বেলদার এক স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা চলত বলে জানিয়েছে পরিবারের লোকজন।সোমবার বেশি অসুস্থ হলে তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার কারণে।সেখানে করোনা পজিটিভ রিপোর্ট আসে।যদিও পজিটিভ আসার পর স্বাস্থ্য দপ্তরের তরফে করোনা হাসপাতালে পাঠানোর তোড়জোড় শুরু করেছিল।যদিও করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় ওই ব্যক্তির। belda corona update, belda corona update, medinipur news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news
আরও পড়ুন- মেদিনীপুরে একই পরিবারের ৩ জন সহ করোনায় মোট আক্রান্ত ১৮, জেলায় ১০৯ জন
প্রসঙ্গত সপ্তাহ খানেক আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যবসায়ীর।এই নিয়ে নারায়ণগড় ব্লকের করোনা মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।স্বাস্থ্য দপ্তর জানিয়েছে-“শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তির কারণে আসে।কিন্তু অ্যান্টিজেন টেস্টে পজিটিভ এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।পরে মৃত্যু হয়।স্বাস্থ্য দপ্তরের মোতাবেক অনুযায়ী তার মৃতদেহ স্বাস্থ্য দপ্তরের গাড়ি এসে নিয়ে যাবে।”
আরও পড়ুন- পুরসভার শীর্ষস্থানীয় আধিকারিক সহ খড়গপুরে ফের করোনায় আক্রান্ত ৩০ জন
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ওই ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসা বাকিদের রিপোর্ট করা হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। প্রতিদিন বেলদা সহ পার্শবর্তী এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যু ঘিরে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi