পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী (অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর) জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৯জন। এর মধ্যে রেলশহর খড়্গপুরে মোট ৩০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।এর মধ্যে রয়েছেন খড়্গপুর পুরসভার ই.ও ও তাঁর স্রী। গত ৫ সেপ্টেম্বর খড়্গপুর মহকুমা হাসপাতালে অ্যন্টিজেন পরীক্ষা করান তিনি, তাঁর পরেই করোনা রিপোর্ট পজিটিভ আসে । শনিবার রাতেই তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার দিন তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিশেষ সূত্রের খবর পুরসভার এক্সিকিউটিভ অফিসার কিছুদিন আগেই রেলশহরের হিরাডিহিতে অবস্থিত ডাম্পিং ইয়ার্ডে নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকও করেছেন।যেহেতু নির্বাচিত পুরবোর্ড না থাকায় ওই শীর্ষস্থানীয় আধিকারিককেই সমস্ত দায়িত্ব পালণ করতে হয়, সেহেতু তিনি করোনায় আক্রান্ত হওয়ায় বহু সমস্যার সম্মুখীন হতে হবে পুরসভাকে । covid19, covid19, corona bengali news, coronavirus in kharagpur municipality, kharagpur news, latest bengali news, biplabi sabyasachi news
আরও পড়ুন- হাতির তান্ডব অব্যাহত, লালগড়ের ভাউদি ফরেস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর
অ্যন্টিজেন পরীক্ষায় খড়্গপুরে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৭ জন। সালুয়ার ই.এফ.আর ক্যাম্পের দুই জন জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ডিভিসি সংলগ্ন মায়াপুর এলাকার এক বৃদ্ধের (৭৪) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।সুভাষনগর গভ: হাউসিংয়ের এক মহিলা (৩৯) এর শরীরে করোনা সংক্রমণ ঘটে বলে জানা যায়। সু্ভাষপল্লীর স্টার ইউনিট ক্লাব সংলগ্ন এলাকায় এক বৃদ্ধা (৫০) এর কোভিড আক্রান্ত হন। ২৬ নম্বর ওয়ার্ডের সাউথ সাইড প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির(৪৯) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ২২নম্বর ওয়ার্ডের নিউ ট্রাফিক ইন্দায় (বৃদ্ধা-৫৭) ১জন, ৯ নম্বর ওয়ার্ডের খরিদা নোয়াপাড়া সংলগ্ন এলাকায় (পুরুষ-৩৮) ১ জন, বুলবুলচটির ১ জন, ইন্দার ১ জন,১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় ১ জন, খরিদার বাঙালপাড়া এলাকায় ১ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।নিমপুরার আরামবাটি এলাকায় এক বছর কুড়ির যুবকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুরের ১ জন, সুভাষপল্লী কালি মন্দির এলাকায় ১জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
আর.টি.পি.সি. আরের রিপোর্টে খড়্গপুরে মোট আক্রান্তের সংখ্যা ১০ জন। এর মধ্যে রয়েছেন ইন্দা ১ নম্বর ওয়ার্ডের বছর সাতান্নোর এক বৃদ্ধা, খড়্গপুর লোকালৈ গোপালী রাঙামাটিয়ার ১ জন ,জকপুরের ১ জন , সাউথ সাইড রেল আবাসনের ১ জন, ৮ নম্বর ওয়ার্ডের খরিদা এলাকায় ১ জন,মালঞ্চার রাখাজঙ্গলের ১ জন, ৭নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরের ১ জন সহ মোট ১০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi