পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের সোমবার অ্যন্টিজেন (৩১ আগষ্ট) পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর শহরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জন। অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় মোট আক্রান্ত ১১২ জন। medinipur, medinipur, latest bengali news, biplabi sabyasachi news, medinipur news, bengal news
শহরের শরৎপল্লীর এক ফ্ল্যাটে একই পরিবারের ৩ জন (পুরুষ-৫০, মহিলা-৪৪, বৃদ্ধা-৬৮) করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। মেদিনীপুর শহরের সূর্যনগরে একই পরিবারের ২ জনের (যুবক-১৭, যুবতী-২৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে। সিপাইবাজার এলাকায় একই পরিবারের ২ জন (বৃদ্ধ-৭৫, বৃদ্ধা-৬৫) করোনায় আক্রান্ত হন। এছাড়াও ওই এলাকার এক এক মহিলার (৩৯) করোনা রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথমন্দির সংলগ্ন পাহাড়ীপুর এলাকায় এক মহিলাও (৪২) করোনায় আক্রান্ত হন।শহর সংলগ্ন তোড়াপাড়া এলাকায় একই পরিবারের ২ জন ( যুবতী-২৫, মহিলা-৪০) করোনায় আক্রান্ত হন। রাজাবাজারে এক যুবকের (৩৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে।মেদিনীপুর মেডিক্যাল কলেজের ৩ জন প্রথম সারির করোনা যোদ্ধার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।মিত্র কম্পাউন্ড এলাকায় এক বৃদ্ধের (৭৯) শরীর করোনার সংক্রমণ ঘটে। যদিও তিনি উপসর্গহীন বলে জানা যায়।শহরের তাঁতিগেড়িয়া এলাকায় এক যুবকের করোনা রিপোর্ট (২১) পজিটিভ আসে বলে জানা যায়। শহরতলির পাঁচখুরি এলাকায় এক ব্যক্তি (৪২) করোনায় আক্রান্ত হন। শহরের উপকন্ঠে স্কুলবাজারে এক বৃদ্ধের (৬৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট ১৪ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী।
আরো পড়ূণ- খড়্গপুর টাউন থানায় করোনার থাবা, শনিবারের রিপোর্টে আক্রান্ত ৩২ জন
গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন, ১১২ জন। জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা যায়, মেদিনীপুর মেডিক্যাল কলেজে আরটি-পিসিআর টেস্ট বন্ধ থাকার কারণে, এসএসকেএম এর ভাইরাল ল্যাবরেটরিতে যেমন নমুনা পাঠানো হচ্ছে, ঠিক তেমনই জোর দেওয়া হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টেও। সবমিলিয়ে,সোমবার জেলায় প্রায় ১১২ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। তার মধ্যে একেবারে প্রথম সারির করোনা যোদ্ধা (জয়েন্ট বিডিও, দাঁতন ১) সহ একাধিক স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীও আছেন। তবে, অধিকাংশ পজিটিভ রিপোর্টই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে এসেছে এবং বেশিরভাগ সংক্রমিতই উপসর্গহীন এবং স্বল্প উপসর্গযুক্ত বলে জানা গেছে। কিছুজনের অবশ্য জ্বর, সারি (শ্বাসকষ্টের উপসর্গ) প্রভৃতি উপসর্গও আছে।
দাঁতন ১ এর জয়েন্ট বিডিও (৩০) ছাড়াও নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মী, দাঁতন ২ এর নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মী, গড়বেতার আশাকর্মী, সবং থানার পুলিশ কর্মী, মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্মী সহ একাধিক করোনা যোদ্ধা সংক্রমিত হয়েছেন। খড়্গপুর শহরে রেলওয়ে সূত্রে একাধিক করোনা আক্রান্ত যেমন এই তালিকায় আছেন, শালবনী, ডেবরা, দাসপুর, ঘাটাল থেকেও একাধিক আক্রান্ত আছেন। শালবনীতে ২ বছরের শিশুকন্যা এবং মা (৪০) সহ মোট ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi