Home » ঝাড়গ্রামে গতি বাড়াচ্ছে করোনা, একদিনেই বিএমওএইচ সহ আক্রান্ত ১৪ জন

ঝাড়গ্রামে গতি বাড়াচ্ছে করোনা, একদিনেই বিএমওএইচ সহ আক্রান্ত ১৪ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: একদিনে ঝাড়গ্রাম জেলায় নতুন করে ১৫ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ৩৪৯। শুক্রবার ১১ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ১৫ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে।jhargram, jhargram, jhragram corona news, coronavirus in jhargram, biplabi sabyasachi news, latest bengali news, bengal news

আরও পড়ুন- বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোপীবল্লভপুরে , পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগালেন গ্রামবাসীরা

সেখানে উল্লেখ রয়েছে গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ২৮৫ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন

যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৬২ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। যে ১৫ জনের নতুন করে করোনা পজেটিভের সন্ধান মিলেছে তাঁদের মধ্যে ঝাড়গ্রাম শহরের ১০ জন এবং ঝাড়গ্রাম ব্লকে ৫ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন বিনপুর-১ ব্লকের বিএমওএইচ। জানা গিয়েছে, বিএমওএইচ মহেশ্বর মাণ্ডি বেশ কিছুদিন ধরে অফিসে যাননি। তবে বৃহস্পতিবার রাতে বিএমওএইচের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁর সংস্পর্শে আসা মানুষজন বা স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.