পত্রিকা প্রতিনিধি : করোনা আতঙ্কের মধ্যে স্বস্তি কেশিয়াড়িতে।সদ্য বদলি হয়ে আসা কেশিয়াড়ির এক উপ-স্বাস্থ্য কেন্দ্রের মহিলা কমিউনিটি হেল্থ অফিসার নেগেটিভ হয়ে বাড়ি ফিরলেন শনিবার।শনিবার সন্ধ্যা নাগাদ স্বাস্থ্য দপ্তরের অ্যাম্বুলেন্সেে করে তাকে বাড়ি পাঠানো হয়।জানা গিয়েছে এক মহিলা আধিকারিক মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে কেশিয়াড়ি ব্লকের বেলুট উপস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসারের দায়িত্ব নেন।পরে তার রিপোর্ট পজিটিভ আসে।মহিলা ওই স্বাস্থ্য আধিকারিক মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।১৫ ই জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।বেলুট উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১৫ তারিখ যোগদানের পর ১৮ তারিখ রাতে রিপোর্ট পজিটিভ এলে আতঙ্ক সৃষ্টি হয়।স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় মহিলা আধিকারিককে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছিল।
স্বাস্থ্য আধিকারিকের রিপোর্ট পজিটিভ আসায় সিল করে দেওয়া হয়েছিল উপস্বাস্থ্য কেন্দ্র।তবে সেই আতঙ্ক কাটিয়ে করোনা হয় করে বাড়ি ফিরলেন মহিলা ওই আধিকারিক।তবে এখনও করোনা আক্রান্ত মহিলার বাবা-মা চিকিৎসাধীন করোনা হাসপাতালে।
2