পত্রিকা প্রতিনিধি: রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি এই মুহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে। প্রায় প্রতিদিন রেকর্ডহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অবস্থা সামাল দিতে নতুন করে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আবার লকডাউন শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি এই মুহূর্তে যে নিয়ন্ত্রণের বাইরে সে কথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শাসকদলের চিন্তা বাড়াচ্ছে আবার অন্য খবর। করোনা এবার রাজনৈতিক অলিন্দেও হানা দিয়েছে।তবে স্রেফ সাধারণ মানুষই নন, জনপ্রতিনিধিদেরও বিপদ কম নয়। করোনা যেন ঘিরে ফিরে ধরেছে পূর্ব মেদিনীপুরকে।দিনের পর দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে নতুন করে ১৮ জনের সুস্থতার খবর পাওয়া গেছে হাসপাতাল তরফে।এই সুস্থতার খবরে একটু হলেও হাসি ফুটেছে হাসপাতাল চত্বরে।হাসি ফুটেছে পূর্ব মেদিনীপুর বাসীর মুখে।একদিকে করোনা আক্রান্ত অন্যদিকে করোনাতে সুস্থ এই দুইয়ের মিশ্রনে মানুষ হয়ে উঠেছে ভীত।হাসপাতাল থেকে জানা যায় আজ ৪৯ জনের নেগেটিভ রিপোর্ট আসে তাই তাদের ছেড়ে দেওয়া হয় এনারা হলেন নন্দকুমারের-৪জন ,কোলাঘাটের ১জন, পাঁশকুড়ার -৩ জন, মহিষাদলের-৩জন, তমলুকের-২জন, ময়নার ২ জন,চৈতন্যপুরের ২ জন,শহীদ মাতঙ্গিনীর ১ জন।
0