পত্রিকা প্রতিনিধি: গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা।এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ১ ব্লকের মাজনা বঙ্গীয় গ্ৰামীন বিকাশ ব্যাঙ্কের কর্মী বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়া গোটা এলাকায়।বৃহস্পতিবার সকালে এই খবর শহরে আসা মাত্রই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে আতঙ্ক।তবে এই নিয়ে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু ঘটলো এই কাঁথিতে।
তবে ওই মৃত ব্যাঙ্ক কর্মীর বয়স ৬০ বছর।তবে এই ব্যক্তি শারীরিক চিকিৎসার জন্য বেশকয়েকদিন আগে কলকাতার দিশান হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা।এই ঘটনার পর কলকাতা দিশান হাসপাতালের চিকিৎসকরা তার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।তার পর থেকেই তার করোনা চিকিৎসা শুরু হয়।এরপর করোনা চিকিৎসা চলাকালীন হঠাৎই তার মৃত্যু হয়। তবে এই ব্যঙ্ক কর্মীর অকাল প্রয়ানের খবরে শোকের ছায়া নেমেছে কাঁথির শহরে ।
জানা গিয়েছে, তিনি কাঁথি পুর এলাকার ১৪ ওয়ার্ডের বাসিন্দা হিসেবে বসবাস করতেন।তার এই ছোট্ট সংসারে ছেলে ও স্ত্রী আছে।