Make road
আরও পড়ুন ঃ–ভগবানপুরে ভুয়ো চিকিৎসক সহ ৪ জন গ্ৰেফতার
পত্রিকা প্রতিনিধি: রাস্তাঘাটের বেহাল অবস্থার ক্ষোভের প্রকাশ ঘটতে পারে সামনের পঞ্চায়েত নির্বাচনে। তার আগে রাস্তা সংস্কারে ও তৈরিতে জোর দিয়েছে পশ্চিম মেদিনীপুর (Paschim medinipur) জেলার শালবনী (Salboni)পঞ্চায়েত সমিতি। শালবনী ব্লকের বহু রাস্তায় বর্ষার জলে হাঁটু কাদায় হাঁটতে হয় গ্রামবাসীদের। বিভিন্ন দফতরে দাবি জানিয়েছে পাকা রাস্তার। অনেক এলাকায় এখনও পাকা রাস্তা না হওয়ায় ক্ষোভ রয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত ক্ষোভ প্রশমনে সচেষ্ট শালবনী পঞ্চায়েত সমিতি। পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ (Sandip Singha) মানছেন, রাস্তা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। তবে তাঁর আশ্বাস পঞ্চায়েতের আগেই সমস্ত রাস্তা পাকা করা হবে।ইতিমধ্যে শালবনী ব্লকের সাতপাটি (Satpati) অঞ্চলের দামাকাটা (Damakata) থেকে মরলু পর্যন্ত ও পাথরা (Pathra) থেকে রায়গড় (roygarh) বিশ্বেশ্বর (Biswaswer) মন্দির যাওয়া পর্যন্ত কংক্রিট রাস্তা তৈরি হয়েছে। এই দুটি রাস্তা নিয়ে ব্যাপক ক্ষোভ ছিল স্থানীয় বাসিন্দাদের। বর্ষাকালে চলাচলে খুবই সমস্যা ছিল। রাস্তা হওয়াতে খুশি বাসিন্দারা।
তৃণমূল (Trinamool) সূত্রে খবর গত পঞ্চায়েত নির্বাচনে বেহাল রাস্তার জন্য অনেক এলাকায় ভোটের ফলাফল খারাপ হয়েছিল। এবারে যাতে তার পুণরাবৃত্তি না ঘটে তার চেষ্টা চলছে। সন্দীপ বাবু জানান, আর কোন রাস্তা মাটি বা মোরামের করতে চাইছি না। পঞ্চদশ অর্থ কমিশনের ২০২০-২১ সালে বরাদ্দ টাকায় বেশ কয়েকটি ঢালাই রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও MGNREGA প্রকল্পে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে ১৯ টি পাকা রাস্তার জন্য। তার মধ্যে বেশ কয়েকটি রাস্তা তৈরিও হয়েছে। বাকি গুলোর কাজ চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Make road
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore