Ghatal Sub Divisional Hospital : জন্ম-মৃত্যুর নাম নথিভুক্ত ও শংসাপত্র পেতে হয়রানির শিকারl ঘাটাল মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিজনেরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জন্ম-মৃত্যুর নাম নথিভুক্ত ও শংসাপত্র পেতে হয়রানির শিকারl ঘাটাল মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিজনেরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের। অভিযোগ চার থেকে পাঁচ মাস ঘুরেও জন্ম-মৃত্যু শংসাপত্র হাতে পাচ্ছেন না অনেকেই।
আরও পড়ুন : স্বাক্ষর ও সিল জাল করে তিন আদিবাসী মহিলার ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ জঙ্গমহলে
একাধিকবার আশ্বাস পেয়েও কাজ না হওয়ায় ঘাটাল মহকুমা হাসপাতালে এমার্জেন্সি (EMERGENCY) গেটে বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনেরা। বিক্ষোভকারীদের দাবি বেশ কয়েকমাস ধরে একাধিকবার ঘাটাল মহকুমা হাসপাতালে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ বিভাগে যোগাযোগ করা হলেও মিলছেনা জন্ম-মৃত্যু শংসাপত্র ফলে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।
আরও পড়ুন : তমলুকে লটারিতে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যক্তি! পরের দিনই লটারিতে কোটিপতি প্রতিবেশী মৎস্যজীবি
আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী
পরে বিক্ষোভকারীদের সাথে ঘাটাল মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক আলোচনায় বসেন এবং প্রতিশ্রুতি দেন এক থেকে দেড় মাসের মধ্যেই সমস্যা মিটবে বলে আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে খবর ৫ মে থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন করনের কাজ। চলছে পুরানো ডাটাকে নতুন পোর্টালে আপডেট করার কাজ যার জেরে সমস্যা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এখন দেখার আর কতদিন পর জন্ম-মৃত্যু শংসাপত্র হাতে পান ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনেরা।
আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal Sub Divisional Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore