Home » Gurguripal Nature Camp : বন্ধ হচ্ছে ‘গুড়গুড়িপাল নেচার ক্যাম্প’ ?

Gurguripal Nature Camp : বন্ধ হচ্ছে ‘গুড়গুড়িপাল নেচার ক্যাম্প’ ?

by Biplabi Sabyasachi
0 comments

Closing ‘Gurguripal Nature Camp’? Stay overnight at a resort in the middle of the forest

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জঙ্গলের মাঝে রিসোর্ট তৈরি করে রাত্রি যাপন। আইনি নোটিশ ধরালো বনদপ্তর। জঙ্গলকে কেন্দ্র করে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার ডুমুরকোঠা এলাকায় তৈরি করা হয়েছে ‘গুড়গুড়িপাল নেচার ক্যাম্প’ নামে একটি রিসোর্ট। চারিদিকে জঙ্গল তার মাঝে বেশ কিছু তাবু খাঁটিয়ে, খড়ের ছাউনি করে পর্যটকদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। এমনই রিসোর্ট বানিয়েছেন কলকাতার এক ব্যক্তি। জানা গিয়েছে, ডুমুরকোঠা এলাকার এক বাসিন্দার জায়গা লিজে নিয়ে এই পরিকল্পনা করেছেন তিনি। তাতে মূলত কলকাতা থেকে পর্যটকদের ভিড় রয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

প্রকৃতির মাঝে রাত্রি যাপন যেমন উপভোগ করছেন, তেমন চিন্তাও থাকছে দুর্ঘটনার। বনদপ্তর থেকে জানা গিয়েছে, ওই রিসোর্টের পাশের জঙ্গল হাতির বাসস্থান। সন্ধ্যা হলে জঙ্গল ছেড়ে ওই রিসোর্টের পাশ দিয়ে হাতি যাতায়াত করে। ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। রিসোর্টে যাওয়ার পথটিও নতুন ভাবে জঙ্গলের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে বনদপ্তর। একদিকে জঙ্গলের ভেতরে রাস্তা ব্যবহার, অন্যদিকে হাতি থেকে নিরাপত্তা কি রয়েছে, তা জানতে এবার আইনি নোটিশ ধরালো ওই রিসোর্ট মালিককে। কেন ব্যবস্থা নেবে না বনদপ্তর তার উত্তরও চাওয়া হয়েছে। উল্লেখ করা যায়, জঙ্গলমহলে একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে হাতির হানায়।

আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে

আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর

নিজস্ব চিত্র

জঙ্গলমহলে ঘুরতে আসা পর্যটকদের মূল আকর্ষণ হাতি দেখা। হাতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণাও থাকে না। কাছাকাছি চলে গেলে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটেছে। বেশ কয়েক বছর আগে মেদিনীপুর পৌরসভার তরুণ কাউন্সিলরের মৃত্যু হয়েছে হাতি দেখতে গিয়েই। ফলে কোন অনভিপ্রেত ঘটনা এড়াতেই এবার পদক্ষেপ নিল বনদপ্তর। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা বলেন, “ওই রিসোর্টটি যেখানে হয়েছে সেটি একটি ব্যক্তির জায়গা। কিন্তু তাতে যাতায়াতের যে পথ ব্যবহার করা হচ্ছে তা বনদপ্তরের। পাশাপাশি ওই জঙ্গলটিতে হাতিও থাকে। তার নিরাপত্তার কি রয়েছে বা দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ওই ব্যক্তিকে আইনি নোটিশ করা হয়েছে। উত্তর আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Gurguripal Nature Camp

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.