0
পত্রিকা প্রতিনিধি :কিছুদিন আগে দর্শনার্থীদের জন্য মন্দির খোলা হলেও ,সামাজিক দূরত্ব মেনেই প্রবেশ করছেন ভক্তরা ।আগামী ১৯ দিন পরেই রথযাত্রা উৎসব ।নমাো নমো করেই সারা হবে রথযাত্রা । এবছর শহরে বন্ধ থাকছে রথযাত্রা উৎসব ।সম্পূর্ণভাবে রথের শোভাযাত্রা বন্ধ করে দেওয়া হলো জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পক্ষ থেকে । আগামী ৫ জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা । মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় , আগামীকাল মূল প্রবেশদ্বার বন্ধ করে মন্দির চত্বরের ভেতরেই সম্পন্ন হবে প্রভু জগন্নাথ দেব,সুভদ্রা ও বলরাম এই তিন বিগ্রহের আচার আনুষ্ঠানিক পর্ব ।অন্যান্য বছরের ন্যায় চিরাচরিত প্রথা মেনেই চলতি বছরে সম্পন্ন হবে প্রভুর স্নানযাত্রা। ভক্তদের উদ্দেশ্যে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় , সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই হবে এই পুজো ।
শ্রী শ্রী জগন্নাথ মন্দির সংস্কার কমিটির কর্মকর্তা ডক্টর বিজয় কৃষ্ণ মন্ডল জানান ,’এবছর নতুন বাজার বাড়িতে প্রভুর রথের আগমন বন্ধ করে দেওয়া হয়েছে । মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় লকডাউন এর প্রথম দিন থেকেই বন্ধ করা হয়েছিল অন্নভোগ এর বিতরণ । ভক্তদের মধ্যে ভোগের চাহিদা থাকলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা সম্ভব নয় । কিন্তু চিরাচরিত প্রথা মেনেই বন্ধ করা হয়নি ঠাকুরের ভোগ নিবেদন ।প্রশাসনের অনুমতি, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রথের শোভাযাত্রা বের করা সম্ভব নয় ।জগন্নাথ মন্দির সংলগ্ন কোন একটি জায়গা কে বেছে সেখানেই অনুষ্ঠিত হবে মাসির বাড়ির সমস্ত পূজার্চনা।” মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় জেলার মহকুমা প্রশাসক দীননারায়ন ঘোষের সাথে বৈঠকের পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।
শ্রী শ্রী জগন্নাথ মন্দির সংস্কার কমিটির কর্মকর্তা ডক্টর বিজয় কৃষ্ণ মন্ডল জানান ,’এবছর নতুন বাজার বাড়িতে প্রভুর রথের আগমন বন্ধ করে দেওয়া হয়েছে । মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় লকডাউন এর প্রথম দিন থেকেই বন্ধ করা হয়েছিল অন্নভোগ এর বিতরণ । ভক্তদের মধ্যে ভোগের চাহিদা থাকলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা সম্ভব নয় । কিন্তু চিরাচরিত প্রথা মেনেই বন্ধ করা হয়নি ঠাকুরের ভোগ নিবেদন ।প্রশাসনের অনুমতি, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রথের শোভাযাত্রা বের করা সম্ভব নয় ।জগন্নাথ মন্দির সংলগ্ন কোন একটি জায়গা কে বেছে সেখানেই অনুষ্ঠিত হবে মাসির বাড়ির সমস্ত পূজার্চনা।” মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় জেলার মহকুমা প্রশাসক দীননারায়ন ঘোষের সাথে বৈঠকের পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।
করোনা পরিস্থিতিতে মেদিনীপুরের পাশাপাশি জেলায় রথযাত্রা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে । জেলার অন্যতম ঐতিহ্যবাহী মহিষাদলের রথযাত্রা । কিন্তু এবার নমো নমো করেই সারা হবে রথযাত্রা । রথ পরিচালনার সঙ্গে যুক্ত রাজ পরিবার ও স্থানীয় রথ পরিচালনা কমিটি । মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্য তিলক চক্রবর্তী বলেন , “মেলা অনুষ্ঠান এসব এবার বাতিল করা হয়েছে।” রাজবাড়ীর সদস্য সূর্য প্রসাদ গর্গ জানান, এবারে রথযাত্রা সম্ভব নয় ।এগরা মহাকুমা শ্রীপুর ও বাসুদেবপুর এবং পটাশপুর টেপর পাড়া রথযাত্রাও এবার করোনার কারণে বন্ধ থাকবে। রথে উঠবেন না জগন্নাথ বলরাম ও সুভদ্রা ।মাসির বাড়ির গুন্ডিচা মন্দির ঠাকুরের সেবাইতরা রথের পরিবর্তে কোলে করে নিয়ে আসবেন তাদের । ৮ দিনের পরে ফের তাদের মূল মন্দিরে নিয়ে আসা হবে ।