Road accident
আরও পড়ুন ঃ–কাঁথিতে বাইক দুর্ঘটনায় ছেলের সামনে মায়ের মৃত্যু
আরও পড়ুন ঃ–মর্মান্তিক দুর্ঘটনা ! ডুঁয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩ , আহত ১
পত্রিকা প্রতিনিধিঃ রাস্তায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল সনাতন পাল (৩৭) নামের এক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিক ভলান্টিয়ারের বাড়ি তমলুক থানার চকগাড়ুপোতা গ্রামে। তাঁর স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে তমলুক থানার কাকগেছিয়ায় ৪১ নং জাতীয় সড়কে।
জানা গিয়েছে, এদিন সকালে তমলুক থানার কাকগেছিয়ায় ৪১নং জাতীয় সড়কে সনাতন পালের ডিউটি পড়েছিল ৷ আর ঠিক ওই সময় মেচেদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেলার তাঁকে ধাক্কা মারে। এরপর ট্রেলারের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন সনাতন। এরপর ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যুহয়। তবে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি ট্র্যাফিক প্রদীপ মন্ডল ও তমলুক থানার আইসি সমিত ভট্টাচার্য। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷
তবে ঘটনার স্থানীয়দের বিক্ষোভে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়৷ পরে পুলিশ এসে ঘাতক গাড়ির চালক ও ট্রেলারটিকে আটক করে। এরপর চলাচল স্বাভাবিক করে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।” আর এই ঘটনার খবর জানতে পেয়ে নেমে এসেছে তার পরিবার ও পুলিশ মহলে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore