Famous Chop Seller
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিখ্যাত হয়ে গেলেন মাগুরার বুদ্ধদেব ৷ চপের দোকানের মালিকের সঙ্গে সেলফি তোলার হিড়িক এখন ঝাড়গ্রাম জেলার বিনপুরের মাগুরায়। গত কাল মঙ্গলবারই বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম আসার পথে মাগুরায় বুদ্ধদেব মোহান্তর চপের দোকানে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ সকাল থেকে বিখ্যাত চপের দোকানে বিক্রিও বেড়ে যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সকাল ১০ টার মধ্যে তার সব চপ বিক্রী হয়ে গেছে বলে জানান বিক্রেতা।বাসে বা রাস্তা দিয়ে যারাই যাচ্ছেন তাদের মুখে আলোচনা একটাই বুদ্ধদেবের বিখ্যাত চপের দোকানের। গতকাল মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গেই চপ তৈরি করেন, বাচ্চাদের লজেন্স খাওয়ান, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। আর তার জেরেই গোটা এলাকায় শুধু নয়, আশপাশের এলাকার মানুষও ছুটে আসছেন বুদ্ধদেবের দোকানে। মুখ্যমন্ত্রীর এভাবে দোকানে চলে আসা কার্যত অবাক করেছে তাঁকে।
আরও পড়ুন : ভোটে হাজার হাজার কোটি টাকা খরচ করে, কোথা থেকে আসে এত টাকা! ঝাড়গ্রামে বিজেপিকে কটাক্ষ মমতার
Famous Chop Seller
এদিন সকাল থেকেই তাই চপ-চায়ের বিক্রি বেড়েছে মাগুরার বুদ্ধর দোকানে। বুদ্ধদেব মোহান্ত জানাচ্ছিলেন, ‘‘আগে প্রতিদিন ২০০ করে বিক্রি হত। কাল সন্ধ্যা থেকে সেই সংখ্যা বেড়ে গেছে৷ বহু মানুষ এসে আমার সাথে কথা বলছেন। মুখ্যমন্ত্রী কী কী বললেন আমাকে তা শুনতে চাইছে।’’ ফলে এই কথা-বার্তায় খানিকটা লজ্জিত হয়ে পড়েছেন তিনি ৷ তবে বুদ্ধদেব জানাচ্ছেন, ‘‘অনেক বড় বড় নেতা, অফিসার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷
কিন্ত এভাবে আমার দোকানে স্বয়ং মুখ্যমন্ত্রী চলে আসবেন এমনটা ভাবতে পারিনি ।এর পরেই উনুনের সামনে গিয়ে ঝাঝরি হাতা নিয়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী ৷অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই ৷ মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব ৷ মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ‘‘ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো ৷’’ চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়গ্রামের গ্রামে মিটল জলের সমস্যা, খুশি এলাকাবাসী
আরও পড়ুন : অর্পিতা গ্রেফতার হলে দিলীপ ঘোষ নয় কেন! জঙ্গলমহলে মন্তব্য মমতার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Famous Chop Seller
– Biplabi Sabyasachi Largest Bengali