101
পত্রিকা প্রতিনিধি : বিরল প্রজাতির প্রাণী উদ্ধার চন্দ্রকোনায়।শনিবার চন্দ্রকোনা পৌরসভার ১২ নং মল্লেশ্বরপুর এলাকায় বাপী চক্রবর্তী নামের এক ব্যক্তির বাড়ির ভিতর দেখা যায় বিরল প্রজাতির প্রাণীটিকে।বাড়ির সদস্যরা স্থানীয় একটি ক্লাবের যুবকদের খবর দিলে তারা প্রাণীটিকে উদ্ধার করে না মেরে একটি বাক্সের মধ্যে আটকে রাখে।ক্লাবের সদস্যরা খবর দেয় বনদপ্তরে।ভিন্ন রংয়ের গিরগিটির মতো দেখতে ওই প্রানীটি কি সে নিয়ে ধন্দে স্থানীয়রা।