0
পত্রিকা প্রতিনিধি :সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনার মল্লেশ্বরপুর এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কান্ত সরেন। বুধবার সকালে দেহটি মল্লেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় এর চাথালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলের অদূরে কান্ত সরেনের শ্বশুরবাড়ি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। মৃত্যু রহস্য নিয়ে ধন্দে পুলিশ। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।