Chandrakona Rural Library
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একমাত্র কর্মী অবসর নেওয়ায় কর্মী শুন্য সরকারি পাঠাগার যার জেরে ৮ মাস ধরে তালাবদ্ধ অবস্থায় বন্ধ হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামীণ পাঠাগার। দ্রুত কর্মী নিয়োগ করে পাঠাগার চালুর দাবি এলাকাবাসীর। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঠাকুরবাড়ি বাজারে ১৯৬৫ সালে সরকারি ভাবে গড়ে উঠে চন্দ্রকোনা গ্রামীণ পাঠাগার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেসময় থেকে একজন গ্রন্থাগার ও একজন জুনিয়র লাইব্রেরি এ্যাটেডেন্ট দিয়ে চলত পাঠাগারটি। ২০০৭ সালে পাঠাগারের গ্রন্থাগার চঞ্চল কুমার দে মারা যান এবং সেসময় অবসর নেন পাঠাগারের অপর জুনিয়র লাইব্রেরি এ্যাটেডেন্ট। ২০০৭ সালে পাঠাগারের একমাত্র গ্রন্থাগার চঞ্চল কুমার দে’র মৃত্যুর পর তার স্ত্রী মালতী দে জুনিয়র লাইব্রেরি এ্যাটেডেন্ট হিসাবে চন্দ্রকোনা গ্রামীণ পাঠাগারে কাজে যোগ দেন। তারপর থেকে মালতী দেবী একাই এই পাঠাগারের দায়িত্বভার সামলে এসেছেন।
চলতি বছরের ২৮ শে ফেব্রুয়ারী অবসর নেন পাঠাগারের একমাত্র কর্মী মালতী দে আর তারপর থেকে কোনও কর্মী নিয়োগ না হওয়ায় প্রায় ৮ মাস পেরিয়ে গেলো তালাবদ্ধ অবস্থায় পড়ে চন্দ্রকোনা শহরের বহু পুরানো এই সরকারি গ্রামীণ পাঠাগারটি। বর্তমানে এই পাঠাগারে তিন হাজারেরও বেশি বই রয়েছে বলে জানাগেছে। কর্মীর অভাবে পাঠাগারে তালা পড়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী থেকে পাঠাগারের সদস্যরা। কর্মীর অভাবে বন্ধ পাঠাগার তা স্বীকার করে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বনশ্রী সাহা জানান,বিষয়টি আমিও শুনেছি এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং পাঠাগারটি চালুর জন্য আমিও চেষ্টা করবো।
আরও পড়ুন : দাসপুরে বেপরোয়া ট্রাকের গতির বলি এক পথচারী! সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ভিডিও
এবিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান,বহু পুরানো চন্দ্রকোনা গ্রামীণ পাঠাগার,একজন কর্মী নিয়ে চলছিল সেটি সে অবসর নেওয়ায় পাঠাগারটি বন্ধ হয়ে গিয়েছে শুনেছি। তবে পুনরায় পাঠাগারটি যাতে চালু করা যায় সেবিষয়ে চেষ্টা করবো এবং এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন দেখার কর্মীর অভাবে বন্ধ হয়ে পড়ে থাকা পুরানো এই সরকারি পাঠাগারটিতে কবে কর্মী নিয়োগ হয় এবং তা কবে পুনরায় বই প্রেমীদের জন্য চালু হয়।
আরও পড়ুন : ‘পুষ্পা’ সিনেমার কায়দায় শাল কাঠ পাচার মেদিনীপুর শহরের উপকণ্ঠে কংসাবতী নদীপথে, আটক লরি
আরও পড়ুন : নাড়ায় আগুণ ! দূষণের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Chandrakona Rural Library
– Biplabi Sabyasachi Largest Bengali