পত্রিকা প্রতিনিধি :প্রকাশ্যে দিনের বেলা গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে করোনা তা দেখে আতঙ্কিত গ্রামের মানুষজন। আবার অনেকেই উৎসাহিত হয়ে দাঁড়িয়ে পড়ে করোনার কীর্তিকলাপ দেখার জন্য।এমনি করোনা সেজে গ্রামগঞ্জে পথনাটিকা করে এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন গ্রামের দরিদ্র কৃষক ত্রিণাঙ্কুর পাল ও তার পরিবারের সদস্যরা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে কখনো পাড়ায়-পাড়ায় কখনো হাটে বাজারে বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে ডাক্তার করোনা ভাইরাস ও আক্রান্ত রোগী । আর সেই করোনা জীবাণুর কীর্তিকলাপ দেখতেই হাটে-বাজারে পাড়ায় পাড়ায় ভিড় জমে যায় গ্রামগঞ্জের উৎসুক মানুষজনের। কারোনা সেজেছে ত্রিনাঙ্কুর পাল, আর তার পরিবারের সদস্যরা করোনা নিয়ে সচেতনতামূলক বার্তা দিতে শুরু করেছে এলাকাবাসীকে।তারা জানায় করোনা চন্দ্রকোনা থানার বিস্তীর্ণ এলাকার অনেক মানুষকে আক্রান্ত করেছে, কিন্তু মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন মানুষ যাতে না আক্রান্ত হয় তাই করোনা নিয়ে এই সচেতনতা বার্তা দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ।ত্রিণাঙ্কুর নিজের আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ মানুষের জন্য সচেতনতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এজ যুবকের দাবি ত্রিণাঙ্কুর এর আগেও এই ধরনের একাধিকবার সচেতনতামূলক বার্তা নিয়ে একাধিক কর্মসূচি করেছে,
তাই তৃণাঙ্কুর মনোহরপুর এলাকায় সকলের কাছেই প্রিয় ব্যক্তি হয়ে উঠেছে।
ত্রিনাঙ্কুর পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই,
তিনি সংবাদমাধ্যমকে বলেন” সব ধরনের সাহায্য করবেন ত্রিণাঙ্কুরকে।
0
previous post