পত্রিকা প্রতিনিধি: এবার করোনা আক্রান্ত চন্দ্রকোনার পঞ্চায়েত দপ্তরের এক্সিকিউটিভ অফিসার।১ লা আগস্ট শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী,করোনা আক্রান্ত চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ৫২ বছরের এক্সিকিউটিভ অফিসার।৩০ তারিখ মেদিনীপুর আয়ুশ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয় তার রিপোর্ট আসে ১ লা আগস্ট পজিটিভ।ওই অফিসারের বাড়ি মেদিনীপুর সদরের আবাসে।শেষ চন্দ্রকোনায় কর্মস্থলে এসেছিলেন ২২ শে জুলাই।২২ তারিখের পর আর পঞ্চায়েত অফিসে আসেননি তিনি।শারীরিক অসুস্থতা দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করান।খোদ পঞ্চায়েত দপ্তরের এক্সিকিউটিভ অফিসার করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন দপ্তরের কর্মীরা।পঞ্চায়েতের উপ প্রধান ইকবাল সরকার জানান,ওই অফিসার দপ্তরে শেষবার ২২ তারিখ এসেছিল,তারপর অসুস্থতার জন্য আর আসেননি।গতকাল রাতে ওনার পজিটিভ রিপোর্ট আসে বলে খবর জানাযায়।আপাতত ঝুঁকি না নিয়ে পঞ্চায়েত অফিস ১ সপ্তাহের জন্য বন্ধ রাখা হচ্ছে।দপ্তরের কর্মীদের পরীক্ষার ব্যবস্থা করা হবে।এদিকে ১ লা আগস্ট স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী,চন্দ্রকোনা থানায় নতুন করে আরও দুটি করোনা পজিটিভ পাওয়া গেছে।একটি চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের কুঁয়াপুর এলাকায় অপরটি ওই ব্লকেরই বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি গ্রামের।কুঁয়াপুরের করোনা আক্রান্ত ভিনরাজ্যে ফেরত ২০ বছরের মহিলা ও ডালিমাবাড়ির করোনা আক্রান্ত স্থানীয় ব্যবসায়ী পুরুষ(৩২)।দুজনকেই শালবনী করোনা হাসপাতালে পাঠিয়ে দুই এলাকা সিল করে কনটেইনমেন্ট জোন করা হয়েছে পুলিশের তরফে।
5