পত্রিকা প্রতিনিধি: ফের চন্দ্রকোনায় করোনা পজিটিভ দুজন।একজন ৩২ বছরের মহিলা চন্দ্রকোনা পৌরসভার ১১ নং ওয়ার্ড গোপসাই এলাকার অপরজন ২৩ বছরের যুবক চন্দ্রকোনা ২ নং ব্লকের বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর গ্রামের।২৮ তারিখ দুজনের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ হয় ৩০ তারিখ রাতের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী দু’জনেই পজিটিভ।স্থানীয় প্রশাসন সূত্রে জানাযায়,চন্দ্রকোনা পৌর এলাকার করোনা পজিটিভ মহিলা কোলকাতায় পরিচারিকার কাজ করতো।গত ২৬ তারিখ রবিবার বাড়ি ফেরেন ওই মহিলা।অপরদিকে হরিসিংপুর এলাকার যুবক উড়িশ্যার কটকে সোনার কাজে যুক্ত ছিলো গত এক সপ্তাহ আগেই বাড়ি ফিরে।৩০ তারিখ বৃহস্পতিবার দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসতেই দুজনকে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়।দুই এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষণা করে সিল করে দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানার পুলিশের তরফে।
0