0
পত্রিকা প্রতিনিধি: ফের করোনা পজিটিভ ধরা পড়লো চন্দ্রকোনার এক যুবকের।চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার বাসিন্দা। ভিন রাজ্য ব্যাঙ্গালোর ফেরত (সোনার কারিগর) যুবকের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়লো সোমবার।স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী,গত ১১ তারিখ চন্দ্রকোনা হাসপাতালে সোয়াব সংগ্রহ করে মেদিনীপুরে পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য। সোমবার ১৩ তারিখ সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে চন্দ্রকোনা হাসপাতালে।আক্রান্তের বাড়িতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেন । আক্রান্ত যুবককে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশের তরফে ওই এলাকা সিল করে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।