পত্রিকা প্রতিনিধি: গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজ বন্ধের অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাল একাধিক গ্রামবাসী। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত বাচকা গ্রামের ঘটনা। অভিযোগ হরিসিংপুর গ্রামে ১০০ দিনের কাজ শুরু হলেও তা পঞ্চায়েত সদস্যের নির্দেশে বন্ধ হয়ে যায়, সেই ক্ষোভে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য, মঙ্গল ঘোাড়ই, তিনি বলেন” জব সুপারভাইজার দের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছিল সেই জন্য সাময়িকভাবে কাজটি বন্ধ রাখা হয়েছিল পুনরায় কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতি তেই বাড়ি ফিরে যায় বিক্ষোভ শামিল হওয়া গ্রামবাসীরা। যোদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুতপা মান্ডি বলেন “১০০ দিনের কাজ নিয়ে কেন এই ধরনের অভিযোগ উঠল পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
2