CBI Summons Biswajit Bardolai, 8 others in Kharagpur to probe murder of BJP activist in Keshpur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বৃহস্পতিবার (৫ মে) সিবিআইয়ের তলবে কেশপুর থেকে খড়্গপুরের ডিআরএম বিল্ডিং এর সিবিআই দফতরে পৌঁছলেন তৃণমূলের প্রভাবশালী নেতা বিশ্বজিৎ বরদোলই। তিনি বলেন,”আজ সিবিআই দপ্তর এ ডাকা হয়েছে তাই এসেছি। আজ মোট আটজন এসেছে। কেন্দ্রীয় সংস্থা সিবিআই তাদের তদন্ত সাপেক্ষে ডেকেছে। তাদের সহযোগিতা করার জন্যই আমরা এসেছি। যে মারা গেছে আমরা তাকে চিনিও না জানিও না।”
গত রবিবার (১ মে) পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় পানকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই-এর তরফে। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজনেক মুখোমুখি বসিয়ে কয়েকঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপি কর্মী খুনের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।
ওই মামলায় মূল অভিযুক্ত শরৎ সহিস-সহ ১২১ জনকে আসামি করা হয়। খড়্গপুরে ডিআরএম অফিসে ১৪০ নম্বর রুমে অস্থায়ী ক্যাম্প করে রয়েছেন সিবিআই আধিকারিকরা। তৃণমূল নেতা মহম্মদ রফিক, বর্তমান ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী, প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় পান-সহ কেশপুরের ব্লক, অঞ্চল ও বুথের সব নেতার নাম আছে।সুশীল ধাড়ার (৪২) মৃত্যু হয়েছে গত বছরের ২২ সেপ্টেম্বর।
প্রায় একমাস পর তাঁর মেয়ে সঙ্গীতা ধাড়া চৌধুরী অভিযোগ দায়ের করেন। দাবি করেন, গত ১৯ আগষ্ট বিকেলে এফআইআরে নাম থাকা অভিযুক্তরা তাঁর বাবাকে কৈগেড়্যার বাড়ি থেকে স্থানীয় বাজারে নিয়ে গিয়ে নির্যাতন করে। ২ লক্ষ টাকা দাবিও করে। কিন্তু বাবা রাজি না হওয়ায় তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়। মেদিনীপুর হাসপাতালে গত ২২ তারিখ গভীর রাতে মৃত্যু হয় সুশীল ধাড়া।ওই মৃত্যুর ঘটনাতেই জেরা চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
CBI Summons
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore