Home » Jnaneswari Train Accident : জ্ঞানেশ্বরী কান্ডে সিবিআই এর কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Jnaneswari Train Accident : জ্ঞানেশ্বরী কান্ডে সিবিআই এর কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

by Biplabi Sabyasachi
0 comments

Jnaneswari Train Accident : ২০১০ সালের ২৭ শে মে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা রেললাইনের ঝাড়গ্রামের রাজবাঁধ এলাকায় মুম্বাই গামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দীর্ঘদিন ধরে সিবিআই জ্ঞানেশ্বরী মামলার তদন্ত করছে। কিন্তু এখনো পর্যন্ত তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েনি। তাই কলকাতা হাইকোর্ট সিবিআই কে জ্ঞানেশ্বরী মামলার রিপোর্ট জমা দেওয়ার জন্য মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২০১০ সালের ২৭ শে মে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা রেললাইনের ঝাড়গ্রামের রাজবাঁধ এলাকায় মুম্বাই গামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ১৪৮ জন ট্রেন যাত্রীর মৃত্যু হয় ,১৭০ জন আহত হয়, এখনো নিখোঁজ ৩৫ জন।

ফাইল চিত্র

রেল লাইনের পেনড্রোল ক্লিপ ও ফিশ প্লেট খুলে নেওয়ার ফলে ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে সিবিআই তদন্তে উঠে এসেছে। ওই দুর্ঘটনার জন্য মাওবাদীরা ও জনসাধারণের কমিটি জড়িত রয়েছে বলে সিবিআই এর তদন্তে উঠে আসে। ওই ঘটনায় সিবিআই কয়েকজনকে গ্রেফতার করে । তাদের মধ্যে মন্টু মাহাতো, লক্ষণ মাহাতো, সঞ্জয় মাহাতো, তপন মাহাতো ও বাবলু মাহাতোর আইনজীবী তাদের জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করে।

Jnaneswari Train Accident

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজা চৌধুরীর ডিভিশন বেঞ্চে জ্ঞানেশ্বরী মামলায় ওই পাঁচ জেল বন্দির জামিনের আবেদন নিয়ে আলোচনা হয়। তারই পরিপ্রেক্ষিতে সিবিআই এর কাছে কলকাতা হাইকোর্ট জ্ঞানেশ্বরী মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। ওই পাঁচ জনের জামিনের আবেদন নিয়ে আগামী ১৫ দিন পরে ফের শুনানি হবে বলে জানা যায়।

জ্ঞানেশ্বরী মামলার মূল বিচার চলছে মেদিনীপুর জেলা আদালতে । কিন্তু এখনো সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। মেদিনীপুর জেলা আদালতে বিচারক না থাকায় ওই মামলার সাক্ষ্য গ্রহণ বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে সিবিআই জ্ঞানেশ্বরী মামলার তদন্ত করছে। কিন্তু এখনো পর্যন্ত তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েনি। তাই কলকাতা হাইকোর্ট সিবিআই কে জ্ঞানেশ্বরী মামলার রিপোর্ট জমা দেওয়ার জন্য মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : বিশ্বের ৫ টি দেশে পাড়ি দিচ্ছে মেদিনীপুরের সাংস্কৃতিক সংস্থা ‘তালম’, পুরসভায় সংবর্ধিত শিল্পীরা

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.