0
পত্রিকা প্রতিনিধি :করোনা রোধে রাজ্যজুড়ে সপ্তাহে দুই দিন ঘোষণা করা হয়েছে লকডাউনে বেশ কয়েকটি জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছুই এমনই ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে । তবুও বেশ কিছু অসচেতন মানুষজন লকডাউন ভাঙছে বিভিন্ন জায়গায় এমনই ছবি বারবার দেখা গেছে। তাই লকডাউন না মানায় কান ধরে উঠবস করালো পুলিশকর্মীরা। এমনই এক ছবি দেখা গেল শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বাজার চত্বরে। এদিন কয়েকজন যুবক লকডাউন অমান্য করে ঘুরতে বেরিয়েছিল আর তখনি দাসপুর থানার কর্তব্যরত পুলিশকর্মীরা সেই যুবকদের প্রথমে সতর্ক করে ও ভুল স্বীকারের জন্য কান ধরে উঠবস করে তাদের ছেড়ে দেয়।