Home » Administrative Meeting : “বিএ, এমএ পাস করে ছেলেরা কাঁটা বাঁশ কাটছে”, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানালেন লোধা নেতা

Administrative Meeting : “বিএ, এমএ পাস করে ছেলেরা কাঁটা বাঁশ কাটছে”, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানালেন লোধা নেতা

by Biplabi Sabyasachi
0 comments

Administrative Meeting : জেলার ১৯ টি ব্লকের মধ্যে ১৩ টি ব্লকে লোধা সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। পড়াশোনার দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে। লোধা সংগঠনের দাবি, পড়াশোনা করে কাজ না পেয়ে তাদের অনীহা দেখা দিচ্ছে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে তাদের জন্য যে কোনো কাজের আবেদন রাখলেন লোধা-শবর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলাই নায়েক।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার ১৯ টি ব্লকের মধ্যে ১৩ টি ব্লকে লোধা সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। পড়াশোনার দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে। লোধা সংগঠনের দাবি, পড়াশোনা করে কাজ না পেয়ে তাদের অনীহা দেখা দিচ্ছে। তাদের জন্য যে কোনো কাজের আবেদন রাখলেন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে।

আরও পড়ুন : “নদীর ভাঙন আমার হাতে নেই, জলে টাকা ঢালতে পারব না এখন”, মেদিনীপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Administrative Meeting
নিজস্ব চিত্র : মেদিনীপুর জেলার লোধা-শবর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলাই নায়েক

মঙ্গলবার মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক বৈঠকে অবিভক্ত মেদিনীপুর জেলার লোধা-শবর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলাই নায়েক উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে বলেন, পড়াশোনার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে লোধারা। দাঁতন, খড়গপুর 2, মেদিনীপুর সদরে লোধাদের আশ্রম হোস্টেল নেই। চার-পাঁচটা গ্রাম মিলে একটি আশ্রম করা গেলে পড়াশোনায় অগ্রগতি ঘটবে।”

আরও পড়ুন : “এক মাসের মধ্যে নিজেকে শুধরান”, গড়বেতার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা-কে ধমক মুখ্যমন্ত্রীর

Advertisement

জানা গিয়েছে, লোধা এলাকায় বাবা-মা সন্তানদের বাড়ির কারও কাছে রেখে দিয়ে বাইরে চলে যান কাজে। যার ফলে সন্তানরাও স্কুলে না গিয়ে সারাদিন জমিতে, জঙ্গলে ঘুরে দিন কাটায়। শিক্ষার আঙিনা থেকে দূরে সরে থাকছেন তারা। লোধা অধ্যুষিত এলাকায় হোস্টেল থাকলে পড়াশোনায় কিছুটা হলেও উন্নতি করবে লোধা সম্প্রদায়ের ছেলেমেয়েরা।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পিকুকে বাঁচাতে পথে শিক্ষকরা, শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলেন নিজের এক মাসের বেতন

এদিন প্রশাসনিক বৈঠকে বলাই বাবু বলেন, “40 হাজারের মধ্যে 2 জন এমএ পাস, 20 জন বিএ পাস। তাদের পড়াশুনায় অনীহা দেখা দিচ্ছে কাজ না পাওয়ায়।” তিনি মুখ্যমন্ত্রীকে জানান, ছেলেরা কাজ পাচ্ছে না। তাই পড়তে চাইছে না। বুড়া হয়ে যাচ্ছে। বিএ, এমএ পাস করে কাঁটা বাঁশ কাটছে লোকের বাড়িতে।”

আরও পড়ুন : প্রতিবেশীর সঙ্গে পরকীয়া মায়ের! ‘বাড়াবাড়ি’ সইতে না পেরে পশ্চিম মেদিনীপুরে প্রেমিককে খুনের অভিযোগ ছেলের

যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পড়াশুনা, খাদ্য, স্বাস্থ্য বিনা পয়সায় দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি জয় জোহার, জয় বাংলা পেনশন পাচ্ছে প্রত্যেকে। পড়াশোনার জন্য এগিয়ে আসতে হবে। প্রয়োজনে কোচিং সেন্টার খোলার চেষ্টা করা হবে। লোধা আশ্রম তৈরির বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন। যারা এমএ, বিএ পাস করেছে তারা বিভিন্ন প্রশিক্ষণ যাতে নিতে পারে তার চেষ্টা করা হবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Administrative Meeting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.