Home » জুনপুটে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ক্ষিপ্ত জনতার প্রহার যুবককে

জুনপুটে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ক্ষিপ্ত জনতার প্রহার যুবককে

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের জুনপুটের দেশদত্তবাড় এলাকায় নাবালিকাকে অপহরন করে ধর্ষণের চেষ্টার ঘটনায় জনতার রোষের শিকার হল অপহরণকারী।তবে ওই অপহরণকারীকে মারধর করে মাথার চুল কিছুটা কামিয়ে দেওয়া হয়। পাশাপাশি মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাতে ঘটনাটি ঘটে। Junput News, junput News,

আরও পড়ুন- মহিষাদলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্যাথলজি ব্যবসায়ীর

জুনপুটে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ক্ষিপ্ত জনতার প্রহার যুবককে

কাঁথি ১ ব্লকের দেশদত্তবাড়ের বাসিন্দা বছর ২৩এর বিনয় মাইতি পেশায় টোটো চালক। সোমবার প্রতিবেশী এক ১০ বছরের নাবালিকাকে অপহরণ করে আটক করে রাখে নিজের বাড়িতে। নাবালিকা নিখোঁজ হলে তার বাবা অনেক খোঁজাখুঁজির পর বিশ্বস্ত সূত্রে খবর পান, বিনয়ের বাড়িতে নাবালিকা রয়েছে। কিন্তু ছেলেটি অপহরণের কথা পুরোপুরি অস্বীকার করে। পরে অবস্থা বেগতিক দেখে নাবালিকাকে বাড়ির পেছনের রাস্তা দিয়ে বের করে দেয়। এই সময় সে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মেয়েটি বাড়ির সামনে এসে সবাইকে সব জানায় এবং উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই যুবকের টোটো তে আগুন লাগিয়ে দেয়। মাথা কামানোর পাশাপাশি মুখে কালি মাখিয়ে দেন উত্তেজিত মহিলারা। ঘটনাস্থলে আসে জুনপুট কোস্টাল থানার পুলিশ এবং আটক করে নিয়ে যায় ওই যুবক এবং তার বাবা ও মাকে। পরে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।তবে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.