Home » গুজরাত থেকে ডেবরা! হল না বাড়ি ফেরা, বাবার চোখের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হল ছেলের

গুজরাত থেকে ডেবরা! হল না বাড়ি ফেরা, বাবার চোখের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হল ছেলের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: গুজরাত থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ী ফেরার পথেই মৃত্যু হল এক যুবকের । তার বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধাকান্তপুর এলাকায়।ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে যুবকের, এমনটাই জানা যায় পারিবারিক সূত্রে। প্রায় দু’ঘণ্টা ধরে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স এর মধ্যেই ছিল মৃতদেহ । এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় মৃতদেহটির করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বাবা বীরেন্দ্র নাথ মল্লিক জানিয়েছেন, ছেলে ফোন করে জানায় তাঁর শ্বাসকষ্ট হচ্ছে, সে বাড়ি আসতে চায় । তাই এক মূহুর্ত আর দেরি না করে ৭০ হাজার টাকারও বেশি অ্যাম্বুলেন্স ভাড়া করে ছেলেকে আনতে গত ১৪ আগস্ট ডেবরা থেকে রওনা দেন তিনি।আজ চারদিন মাথায় ডেবরা হাসপাতালে আসার আগেই ছেলের মৃত্যু হয় । একমাত্র ছেলের মৃত্যুকে কোনমতে মেনে নিতে পারছেন না বাবা । হাসপাতাল কর্তৃপক্ষকে হাতজোড় করে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় । তা আর কি সম্ভব সরকারি নিয়ম অনুযায়ী তার ছেলে শেষকৃত্য সম্পন্ন হবে খড়্গপুরের খরিদাস্থিত ইলেকট্রিক চুল্লিতে । এইদিকে ডেবরা পুলিশের পক্ষ থেকে থেকে তার বাবা অ্যাম্বুলেন্স চালক ও অ্যম্বুলেন্স খালাসি কে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে ।গোটা ডেবরা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.