পত্রিকা প্রতিনিধিঃ গ্রীষ্মের চূড়ান্ত দাবদাহ। তার মধ্যে দীর্ঘদিন ধরে অকেজো আবস্থায় এলাকার টিউবওয়েল৷ ফলে পানীয় জলের দাবিতে একজোট হয়ে হাঁড়ি-কলসি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার চাউলখোলা সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে এলাকার পানীয় জলের টিউবওয়েল অকেজ আবস্থায় পড়ে রয়েছে।
ফলে জলের সমস্যায় ভুক্তভুগি এলাকার বাসিন্দারা। আর তা নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও বিধায়ককে বিষয়টি বারংবার সমস্যার কথা জানিয়েও জলের কোনও সুরাহা হয়নি৷ তাই এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং প্রশাসনের টনক নড়াতে এদিন দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের হাঁড়ি, বালতি নিয়ে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। তবে এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়৷ ফলে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি ও একাধিক পর্ষটকের গাড়ি।
পাশাপাশী সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতি মানুষকে। তবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। তবে নির্বাচনের মুখে এহেন ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল অস্বস্তিত বলে কটাক্ষ করতে ছাড়েনি এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা৷ তবে প্রশাসনের আশ্বাস কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার।