পত্রিকা প্রতিনিধিঃ দাঁতনে বিজেপির জেলা নেতৃত্বের উপর তৃনমূলের হামলার প্রতিবাদে শহরের তিন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। জেলার অন্যান্য ব্লকেও প্রতিবাদ আন্দোলন হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। এদিন সকালে দাঁতনের বিজেপির পার্টি অফিসে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসে বসে থাকা ৩ জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাছাড়া পার্টি অফিসের টিভি সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করারও অভিযোগ ওঠে। এরপর ঘটনার খবর জেনে দাঁতনে যান বিজেপির জেলা নেতৃত্ব শমিত দাস, শুভজিৎ রায়, সৌমেন তেওয়ারি, শিবু পানিগ্রাহীরা। তাঁরা দাঁতন থানায় পুলিশের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় ইট লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূল। গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই খবর জানার পর ক্ষোভে গেটে পড়েন জেলার বিজেপি নেতা কর্মীরা। জেলার বিভিন্ন স্থানে তাঁরা বিক্ষোভ দেখান। শহরেও বটতলাচক, কেরানীতলা ও কেরানিচোটিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মিড়া। পথ অবরোধে সামিল হন বিজেপির জেলা সভাপতি সমিত দাসও। তিনি বলেন, উমপুন ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে তৃণমূল, এর প্রতিবাদ করলেই দাঁতনের পার্টি অফিস ভেঙে দেয়। পুলিশকে সঙ্গে নিয়ে তারা হামলা চালায়। পথ অবরোধে অরূপ দাস, দেবাশিস দাস প্রমুখ নেতা কর্মীরা অংশ নেন।
এব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, দাঁতনে বিজেপির নেতার উপর কোনও হামলার ঘটনা ঘটেনি। বিজেপি মিথ্যা অভিযোগ তুলে আন্দোলন করে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তবে এতে কোনও লাভ হবে না।