পত্রিকা প্রতিনিধি: রক্তাক্ত খড়গপুর লাগোয়া বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক। সম্প্রতি ওই পার্কে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে বেআইনি ভাবে একসঙ্গে ৩০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই প্রবেশের প্রধান গেট আটকে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকেরা। তাদের দাবি আগাম কোনোরকম সতর্কবার্তা ছাড়াই কেন ছাঁটাই করা হয়েছে। বিক্ষোভে মোতায়েন ছিল খড়্গপুর লোকাল থানাত পুলিশ। বিক্ষোভ চলাকালীন ওই শ্রমিকদের উপরে অতর্কিত হামলায় আহত হন ৮ জন ও গুরুতর ভাবে আহত হন ২ জন। তাদেরকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেলা সম্পাদক শৈলন্দর সিং জানান, ‘ বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের গেটের সামনে বিক্ষোভ চলাকালীন তৃণমূল আশ্রিত প্রায় ৩০০ জন দুষ্কৃতী বন্দুক,লাঠি , লোহার রড ও অন্যান্য হাতিয়ার নিয়ে শ্রমিকদের উপরে হামলা করে।অতর্কিত হামলায় ৮ জন শ্রমিক আহত হয় ও গুরুতর আহত হয় ২ জন, তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।এছাড়াও তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করতে গিয়েছিলাম, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কতীরা অতর্কিতভাবে হামলা চালায়।’
এইদিকে আইএনটিটিইউসি জেলা সভাপতি নির্মল ঘোষ বলেন শৈলন্দর সিং এর নেতৃত্বে বেশ কিছু গুন্ডাবাহিনী বেশ কয়েকদিন ধরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের অশান্তি করার চেষ্টা চালাচ্ছিল সেই সময়ে কিছু ওয়ার্কাররা রেগে তাদেরকে ওইখান থেকে তাড়িয়েছে মারধরের ঘটনা ঘটেনি । উল্টো তারাই আইএনটিটিইউসি কর্মীদের উপরে হামলা চালিয়েছে এই ঘটনায় আমাদের তিনজন আহত হয়েছে ।
পুলিশ সূত্রের খবর , ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে খড়গপুর লোকাল থানার পুলিশ, এছাড়াও জানা যায় ওই সংস্থাটিতে ভারতীয় মজদুর ইউনিয়নের প্রথম থেকেই ১৯ জন কর্মচারী কাজ করছিলেন । জোরপূর্বক আরও ২৫ জন কর্মীকে নতুন করে কাজে যোগ দেওয়ানোর জন্য গত কয়েকদিন ধরে তারা দাবি করেন।তাকে ঘিরেই এই অশান্তি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ জানান,’ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আমরা দুপক্ষকে নিয়ে আলোচনায় বসব।’