Home » Mamata Banerjee : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

Mamata Banerjee : তিনদিনের সফরসূচির শেষ দিনে বৃহস্পতিবার খড়্গপুরে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভাতে বেশ কিছু পরিষেবা বিলির সাথে সাথে প্রায় সাড়ে সাত হাজার চাকরি প্রার্থীর নিয়োগপত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে খড়্গপুর শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় থাকা টাটা মেটালিকসের নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তিনদিনের সফরসূচির শেষ দিনে বৃহস্পতিবার খড়্গপুরে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভাতে বেশ কিছু পরিষেবা বিলির সাথে সাথে প্রায় সাড়ে সাত হাজার চাকরি প্রার্থীর নিয়োগপত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে খড়্গপুর শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় থাকা টাটা মেটালিকসের নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন।

Mamata Banerjee
নিজস্ব চিত্র

৬০০ কোটির এই প্রকল্পে আরও এক হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি কর্মসংস্থানের পথ বাতলালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এক হাজার টাকা দিয়ে একটা কেটলি কিনুন আর মাটির ভাঁড়। সঙ্গে কিছু বিস্কুট। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। তার পরের সপ্তাহে মাকে বললেন, একটু ঘুগনি তৈরি করে দাও। তার পরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন।

আরও পড়ুন : পিড়াকাটায় ফুটবল খেলার সময় মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল, তারপর যা হল

এই তো পুজো আসছে সামনে। দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!” মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে ট্রোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে। বিঁধতে শুরু করেছে বিরোধীরা। কচুরিপানাকে শুকিয়ে যে সুন্দর থালা তৈরি এবং কাশফুল থেকে বালিশ, হালকা লেপে তুলোর বিকল্প হিসেবে ব্যবহারের কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। অন্যদিকে খড়্গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রশাসনিক সভার শুরুতেই একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নির্বাচন, পশ্চিমে ভাইরাল অডিও ভিডিও আলোচনা

Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরি নিয়োগপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী ঐ সমস্ত নিয়োগপত্র নিজে হাতে না তুলে দিয়ে বিরোধীদের সম্প্রতি ওঠা প্রশ্নে জল ঢেলে যে সমস্ত কোম্পানিতে চাকরি পেয়েছে চাকরিপ্রার্থীরা, সেই কোম্পানির আধিকারিকদের দ্বারাই নিয়োগপত্র বিলি করেছেন। তারপর বিভিন্ন পরিষেবা বিলি করেছেন মুখ্যমন্ত্রী নিজ হাতে। এদিন টাটা মেটালিকসের নতুন একটি লাইলন পাইপ প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : মেদিনীপুর সদরে ৮০টি হাতির পাল, বাড়ি ভাঙায় আতঙ্ক, পাহারায় বনকর্মীরা

আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে

৬০০ কোটি বরাদ্দে এই প্ল্যান্ট চালু হলো বৃহস্পতিবার থেকে। মুখ্যমন্ত্রী সভাতে উপস্থিত টাটা মেটালিকসের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার বলেন, “ইতিমধ্যে ৮০০ কোটির বিনিয়োগ রয়েছে এখানে। ৫০০০ মানুষ কর্মসংস্থান পেয়েছেন। নতুন করে আমরা একটি দ্বিতীয় লাইলন পাইপ প্ল্যান্ট শুরু করছি। যেখানে ৬০০ কোটি বিনিয়োগ করা হচ্ছে। প্রায় দু’হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই প্রকল্পের দ্বিতীয় পর্বে আরও বিনিয়োগ এবং আরও কর্মসংস্থান হবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Mamata Banerjee

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.