0
পত্রিকা প্রতিনিধি: ফের পজিটিভ বেলদা ও কেশিয়াড়িতে।বেলদায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চার নেত্রী।দিন কয়েক আগে বেলদায় বন্ধুর বাড়িতে থাকা এক যুবকের রিপোর্ট পজিটিভ আসার পর প্রত্যক্ষ সংস্পর্শে আসা বাকিদের নমুনা সংগ্রহ হলে বিজেপির এক মহিলা নেত্রীর রিপোর্টে বুধবার পজিটিভ আসে।স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর,গত ১৩ই এপ্রিল প্রত্যক্ষ সংস্পর্শে আসার কারণে তার নমুনা সংগ্রহ হয় বেলদা হাসপাতালে।বুধবার রাতে পজিটিভ আসে।অপরদিজে কেশিয়াড়িতে ফের পজিটিভ।কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতের একই গ্রামে ফের পজিটিভ তিনজন।প্রত্যকেরই ১৩ জুলাই নমুনা সংগ্রহ হলে রিপোর্ট পজিটিভ আসে।পুলিশ প্রত্যেককে করোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর।