Home » বেলদায় ফের করোনায় আক্রান্ত এক প্রাথমিক শিক্ষক সহ মোট ৪, কেশিয়াড়ি,নারায়নগড় ও দাঁতন ব্লকে আক্রান্ত ৭

বেলদায় ফের করোনায় আক্রান্ত এক প্রাথমিক শিক্ষক সহ মোট ৪, কেশিয়াড়ি,নারায়নগড় ও দাঁতন ব্লকে আক্রান্ত ৭

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: বেলদায় ফের করোনা আক্রান্ত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।আক্রান্ত তার মা ও।বেলদার করোনা আক্রান্তের পাড়া সবুজপল্লিতেও ফের করোনা আক্রান্তের হদিশ।এই নিয়ে ওই পাড়া এখন রেড লিস্টে।এই নিয়ে একই এলাকার তিন শিক্ষকের পরিবারের করোনার থাবা।এগরা থেকে এক আত্মীয় বাড়িতে আসার পর তার রিপোর্ট পজিটিভ এলে ৮ ই আগস্ট করোনা পরীক্ষা করান প্রাথমিক শিক্ষক সহ তার মা।পরে সোমবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।যদিও উপসর্গ নেই দুজনেরই।
অপরদিকে বেলদায় দেউলীতে করোনা আক্রান্তের ঠাকুরদাও করোনা আক্রান্ত।সপ্তাহ বেলদার দেউলীতে খানেক আগে করোনা আক্রান্ত হন এক ধুপ ব্যবসায়ী।পরে তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ হলে,আক্রান্তের বয়স্ক ঠাকুরদার রিপোর্ট পজিটিভ আসে সোমবার রাতের রিপোর্টে।করোনা আক্রান্ত হয়েছে করোনা আক্রান্ত ওই ধূপ ব্যবসায়ীর শাশুড়িও।বেলদার দেউলি হাসপাতাল মোড়ের কাছে বাড়ি ওই মহিলার বাড়ি ঘিরে কনটেইন্টমেন্ট জোন করতে চলেছে প্রশাসন।
নারায়ণগড়ে অপর আক্রান্ত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সহ এক পরিযায়ী যুবক।ওই যুবক সপ্তাহ খানেক আগে সেকেন্দ্রাবাদ থেকে ফিরে প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন।বাইরের রাজ্য থেকে ফেরার কারণে বিদ্যালয় কোয়ারেন্টাইনে থেকে করোনা পরিক্ষা করান ৮ আগস্ট।সোমবার তাদের পজিটিভ আসে।
একইভাবে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন ডেলি বাজারের এক আড়তদার সহ অপর একজন।দুইদিন ধরে মৃদু করোনা উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয় বেলদা গ্রামীন হাসপাতালে।সোমবার পজিটিভ আসে।তবে এখন উপসর্গহীন দুজনেই।হোম.আইসোলেশনে রয়েছেন।দিনের পর দিন করোনা আক্রান্তের হদিশ মেলায় আতঙ্কিত সকলে।আরও কতজন করোনা আক্রান্ত তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

অপরদিকে করোনার থাবা খোদ দাঁতন বাজারেও।আক্রান্ত তৃণমূলের এক কর্মী।অ্যান্টিজেন টেস্টের পর ৮ই আগস্ট দুজনেরই নমুনা সংগ্রহ হয় দাঁতন গ্রামীন হাসপাতালে।করোনায় আক্রান্ত তৃণমূলের ব্লক অফিসে থাকা এক কর্মীর রিপোর্ট পজিটিভ।জানা গিয়েছে ওই ব্যক্তির রেনডম অ্যান্টিজেন টেস্টে পজিটিভ আসে।পরে দাঁতন গ্রামীন হাসপাতালে নমুনা সংগ্রহ হলে রিপোর্ট পজিটিভ আসে।সুত্রের খবর,দাঁতন ব্লক তৃণমূল অফিসের কর্মী ছিলেন ওই যুবক।ওই অফিসেই দলের যাবতীয় কাজ সারতেন বিধায়ক তথা দাঁতনের ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান।শনিবার নমুনা সংগ্রহের পর সোমবার রিপোর্ট পজিটিভ আসে।অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন এক ফটোগ্রাফারও।অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ এলেও নমুনা সংগ্রহের পর পজিটিভ আসে।যদিও কোন উপসর্গ নেই বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর।দাঁতন হাসপাতালের দন্ত চিকিৎসকের করোনা আক্রান্তের পর বিধায়ক ঘনিষ্ঠ দুইজনের করোনা আক্রান্তের ঘটনায় আতঙ্ক দেখা গেছে দাঁতনে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.