পত্রিকা প্রতিনিধি : বাড়ি থেকেই বিয়ের ঠিক হয়েছে মেয়ের। সেই বিয়ের আগেই মেয়ের বাড়িতে মালা নিয়ে হাজির প্রেমিক। তিনবছরের সম্পর্কে ছেদ পড়বে মানতে পারেনি যুবক পেশায় ট্রেনের কোচ অ্যাটেণ্ডেন্ট। প্রেমিকার বিয়ে হচ্ছে শুনেই বন্ধুদের সটান হাজির হয় সে। বিয়ে করার আর্জি জানান। তবে শেষমেশ সে আশা পূরণ হয়নি বেলদা থানার শুশিন্দা গ্রামের সুকুমার দোলাই। প্রেমিকের বাড়ি থেকে অভিযোগ পেয়ে পুলিশ আপাতত থানায় নিয়ে যায় তাকে। প্রেমিক চাইছে বাবা-মায়ের দেখা ছেলেকে বিয়ে করতে। তবে সম্পর্কের কথা অস্বীকার করেনি সে। স্কুল জীবন থেকেই দুজনের প্রেম। কিন্তু একসময়ে কথা দেওয়া মেয়েটি হঠাৎ হাত ছেড়ে অন্যের হয়ে যাবে বুঝতে পারেনি সুকুমার। তাই চেষ্টা করেছিল ধরে রাখতে। রাতে বিয়ের আগেই প্রেমিকাকে বিয়ে করতে তার বাড়িতে মালা-সহ চলে এসেছিল। তবে প্রেমিকা বেঁকে বসায় কিছু সুরাহা করতে পারেনি সে। সুকুমার জানান,” বেশ কয়েকবছর ধরে সম্পর্ক ছিল। কিছু না জানিয়ে আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করছে খবর পেয়েই চলে আসি। ওর ধোঁকা দেওয়া ঠিক হল না।” এদিকে পরিবারের দেখা ছেলেকেই বিয়ে করতে রাজি ছেলেটি প্রেমিকা। পরিবারের চাপে পড়ে কী বিয়ে ? যদিও তা এড়িয়ে মেয়েটি জানায়, ” সম্পর্ক ছিল। তবে এখন বাবা-মায়ের দেখা ছেলেকেই বিয়ে করব।” পরিবারের চাপেই কী ভাঙছে সম্পর্ক ! বুঝতে পারছেন না সুকুমার। এখন তার চোখে শুধুই হতাশা।
0
previous post