Home » Missing Bangladeshi Sailor : হলদিয়ায় নিখোঁজ বাংলাদেশি জাহাজের নাবিক

Missing Bangladeshi Sailor : হলদিয়ায় নিখোঁজ বাংলাদেশি জাহাজের নাবিক

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হলদিয়ায় নিখোঁজ হলেন বাংলাদেশি জাহাজের এক নাবিক। গত ২০ মার্চ থেকে আরিফ সেখ নামে বছর বত্রিশের ওই নাবিকের কোনও হদিস পাওয়া যায়নি। জানা গেছে, বাংলাদেশের নাড়াইল জেলার নাড়াইল সদর থানা এলাকায় ওই নাবিকের বাড়ি।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. ৯ জন নাবিক-সহ পণ্যবাহী এক জাহাজ বাংলাদেশ থেকে হলদিয়ার ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জেটিতে আসে গত ১৮ মার্চ। হলদিয়া থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে ২২ মার্চ ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ২০ মার্চ হঠাৎ করে বিপত্তি ঘটে। ওই জাহাজের নাবিক আরিফ জাহাজে মূলত রান্নার কাজ করতেন।

3/4. ওই জাহাজের সহকারী নাবিকরা জানিয়েছে রান্নার পাশাপাশি জাহাজে অন্যান্য নাবিকদের কাজে তিনি সহযোগিতাও করতেন।গত ২০ মার্চ জাহাজে পাইপের মাধ্যমে ফ্লাই অ্যাশ ভরার কাজ চলছিল। সেদিন সন্ধ্যায় সেই কাজ তদারকির দ্বায়িত্বে ছিলেন আরিফ। তাঁর সহকর্মীরাও তাঁকে শেষবার ওই জায়গায় দেখেছেন বলে জানিয়েছে। তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজি করেছেন সহকর্মী থেকে জেটির অন্যান্য কর্মীরাও। শেষ পর্যন্ত গত ২১ মার্চ হলদিয়া থানায় ওই নাবিক নিখোঁজ থাকার অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা

আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ

4/4. ইতিমধ্যে সমুদ্রে পুলিশ ও কোস্টগার্ড তল্লাশি অভিযান চালিয়েও ওই বাংলাদেশী নাগরিকের কোনও সন্ধান পায়নি। এক সপ্তাহ কেটে গিয়েছে। সহকর্মীর হদিস না পেয়ে হতাশ জাহাজের অন্যান্য নাবিকরা। হলদিয়া থানার আইসি রাজর্ষি দত্ত জানিয়েছেন, “বাংলাদেশি এক জাহাজের নাবিক নিখোঁজ থাকার অভিযোগ পেয়ে আমরা তদন্ত করেছি। কিন্তু এখনও তাঁর কোনও হদিস পাওয়া যায়নি।” নাবিক নিরুদ্দেশ থাকার কারণে বাংলাদেশ অভিমুখে রওনা না দিয়ে হলদিয়ায় ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জেটিতে আটকে রয়েছে পণ্যবোঝাই ওই জাহাজটি।

আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!

আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Missing Bangladeshi Sailor

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.