ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এগরার ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠেছিল গোটা এলাকা। মৃত্যু হয়েছে ৯ জনের, আহত অবস্থায় চিকিৎসাধীন একাধিক মানুষ। তবে তাদের চিকিৎসা চললেও চিকিৎসাধীন অবস্থায় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত বাজি সম্রাট কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের অবশেষে মৃত্যু হল ।উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। ওই মারাত্মক বিস্ফোরণ কাণ্ডের পর ক্ষতবিক্ষত ছিলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগও৷
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিন্তু, সে সব তোয়াক্কা না করেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ তখনও ভানু ছিলেন রক্তাক্ত৷ বেশিদূর যাওয়ার ক্ষমতা তাঁর ছিল না৷ সেটা বুঝেই সিআইডি আধিকারিকেরা আন্দাজ করেছিলেন, পালালেও, খুব বেশি দূরে যাননি অভিযুক্ত৷ শুরু হয় তল্লাশি৷পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভানুর দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্যপুলিশ। গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিশাল বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে মারা গিয়েছিলেন ৯ জন।
Egra Bomb Blast Case
জানা যায়, সেই কারখানায় বেআইনি ভাবে বাজি তৈরি করা হত। এর জেরে এই বিস্ফোরণ নিয়ে যখন রাজ্য–রাজনীতি তোলপাড় শুরু হয়। এদিকে এই বেআইনি বাজি কারখানার মালিক ছিলেন ভানু। বিস্ফোরণে জখম হয়েছিলেন তিনিও। তবে সেই অবস্থাতেই রাজ্য ছেড়ে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিলেন তিনি। এরপরই গতকাল ওড়িশা থেকে গ্রেফতার করা হয় ভানু বাগ ও তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগকে। সঙ্গে গ্রেফতার করা হয়েছিল ভানুর ভাইপোকেও। ওড়িশা পুলিশের নজরদারিতে হাসপাতালেই ছিলেন ভানু।
আরও পড়ুন : ওড়িশা থেকে এগরা বিস্ফোরণ কান্ডের মূল অভিযু্ক্ত গ্রেফতার, শোকজ থানার আই সি
সুস্থ হলেই ট্রানজিট রিমান্ডে ভানুকে বাংলায় আনার পরিকল্পনা ছিল সিআইডির। এর আগে বুধবার এগরা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত দু’জনের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। ধৃত দু’জন বারুদ সংগ্রহ করে নিয়ে আসত। আর তা তুলে দিত ভানুর হাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভানুর সঙ্গে পুলিশের যোগসাজশ ছিল। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করা হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে সিপিএম করত।
তারপর সরকার পরিবর্তন হলে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে ওঠে। তবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ২০১৮ পর্যন্ত ভানু বাগ তাদের দল করলেও এখন সে বিজেপি করে। এদিকে হাই কোর্টেও গড়িয়েছে এই মামলার জল। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, এগরা বিস্ফোরণ কাণ্ডে সিআইডি তদন্ত করলেও এনআইএ আইনে সেই তদন্তের সব রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। তবে এসবের মাঝেই মূল অভিযুক্ত ভানুর মৃত্যু হল ভিনরাজ্যে। আর এই খবর এলাকায় আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন : কাপড় খোলার হুঁশিয়ারি! খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয় ভাঙচুর কুড়মিদের
আরও পড়ুন : এগরায় বিস্ফোরণ কান্ডে NIA তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ শুভেন্দু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Egra Bomb Blast Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper