Home » আগস্টেই হতে পারে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

আগস্টেই হতে পারে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি :করোনার প্রকোপের ফলে উচ্চমাধ্যমিকের তিন দিনের বাকি পরীক্ষা স্থগিত হয়ে যায়, যার ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় উচ্চমাধ্যমিক। যে পরীক্ষাগুলি বাকি রয়েছে তার দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে আগেই। দিনক্ষণ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২৯শে জুন, ২রা জুলাই ও ৬ই জুলাই উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা সহ রাজ্যের মোট আটটি জেলা ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের ফলে বিধ্বস্ত। ক্ষতি হয়েছে প্রচুর স্কুলের। তার মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রায় সাড়ে চারশো স্কুল ক্ষতিগ্রস্ত। শিক্ষমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে স্থানীয় কলেজে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হতে পারে। তিনি আরও জানান, সব কিছু ঠিকভাবে চললে পরীক্ষা শেষের একমাসের মধ্যে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে মাধ্যমিকের ফলপ্রকাশ কবে হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, পুরোদমে চলছে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের কাজ।

খুব শীঘ্রই প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল এমনটাই জানা গিয়েছে। এদিকে ১০ই জুনের বদলে রাজ্যে ৩০শে জুন সমস্ত স্কুল বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরে লক ডাউন ও করোনার পরিস্থিতি বুঝে আগামী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.