Keshpur election
আরও পড়ুন ঃ-ভোটের ফল ঘোষণার পর রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর
পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে নির্বাচনে ফল প্রকাশের পর ফের উত্তপ্ত হয়ে উঠল কেশপুর । দিন-দুপুরে ভেঙে ফেলা হলো বিজেপি নেতার বাড়ি সহ আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলে। জানা গিয়েছে, গতকাল নির্বাচনের ফল প্রকাশে তৃণমূল জয়লাভ করার পর ওই এলাকায় বিজেপি নেতা তন্ময় ঘোষ এর বাড়ি উপর হামলা চালায় পাশাপাশি ফোনে হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির।
যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন , এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি, সম্প্রতি ও উন্নয়নের কথা বলে ভোটে জয়যুক্ত হয়েছেন। তাছাড়া বিজেপি তৃণমূল জয় নিয়ে খুশি না হওয়ায় নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।
অপরদিকে পাঁচখুরিতে সনৎ খামরুই এর বাড়ি ভাঙচুর করা হয় পাশাপাশি বেশকয়েকটি মোটরবাইক ও আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Keshpur election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore