Home » মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা ! গ্ৰেফতার ৮ তৃণমূল নেতা , শোকজ ৩ পুলিশ অফিসার

মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা ! গ্ৰেফতার ৮ তৃণমূল নেতা , শোকজ ৩ পুলিশ অফিসার

by Biplabi Sabyasachi
0 comments

Minister attack

আরও পড়ুন ঃ-জেলাশাসকের তৎপরতায় নন্দীগ্রামের নির্বাচনী নথিপত্র সরানো হল হলদিয়া ওয়ার হাউসে

পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচখুরি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এলাকার সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে এসে হামলার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়িতে ভাঙচুর ও অনবরত ইট ছোঁড়া হয়। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহার ওপরও হামলা করা হয়েছে। আর এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে শোকজ করা হয় কর্তব্যরত ৩ জন পুলিশ অফিসাকে ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোট পক্রিয়া মিটতেই প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা বেড়েই চলেছে। বাংলায় নির্বাচনী ফলাফল পরবর্তী হিংসার জেরে বিজেপির নেতাকর্মীদের ওপর হামলা করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। তাই সেই হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পশ্চিমবঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্য ভি মুরালিধরন। এছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন বি এল সন্তোষ এবং ভূপেন্দ্র যাদব। এই প্রতিনিধি দলটি হিংসায় নিহত ও আহত কর্মীদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেছে। 

এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তবে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি প্রবেশ করলে তার গাড়ি লক্ষ্য করে ভাংচুর ও  অবিরাম ইট বৃষ্টি চলতে থাকে বলে অভিযোগ  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Minister attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.