0
পত্রিকা প্রতিনিধি করোনা পজিটিভ চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড গাজীপুর এলাকায়।কোলকাতার পিজিতে ক্লার্ক পোস্টে কর্মরত ছিলো ৩৯ বছরের এক ব্যক্তি।এক সপ্তাহ আগে চন্দ্রকোনার গাজীপুর বসতবাড়ীতে ফিরে।২৫ তারিখ চন্দ্রকোনা হাসপাতালে নমুনা সংগ্রহ করায় ২৭ তারিখ সোমবার সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি করোনা পজিটিভ।আক্রান্তের স্ত্রী চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের নার্স।আক্রান্তকে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছে,এলাকা কনটেইনমেন্ট জোন করে সিল করা হয়েছে।মঙ্গলবার সকালে এলাকা স্যানিটাইজেশনের কাজ করবে চন্দ্রকোনা পৌরসভা।পরিবারের বাকি ৭ জন সদস্যকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।আক্রান্ত ব্যক্তি উপসর্গহীন।